যশস্বী জয়সওয়াল কো ইতনা গুসসা কিঁউ আতা হ্যায়? এবার সতীর্থর উপর এতটাই রেগে গেলেন যে, তাঁকে সটান থাপ্পড় মারতে উদ্যত হলেন! ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। নেটিজেনরা যা দেখে একেবারে তাজ্জব বনে গিয়েছেন।
ভারত-নিউজিল্যান্ড সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যা দেখে অনেকেরই প্রশ্ন, টিম ইন্ডিয়ার অন্দরমহলে হচ্ছেটা কী? ইন্দোরে ম্যাচের আগে টিম বাসে ওঠার সময় দেখা যায় ধ্রুব জুরেলের উপর রেগে কাঁই যশস্বী। কেন রেগে গেলেন বাঁহাতি ওপেনার? জানা গিয়েছে, এর নেপথ্যে ছিল ভারতীয় দলের উইকেটকিপারের খুনসুটি।
ভিডিওয় দেখা যাচ্ছে, বাসের দিকে এগিয়ে যাচ্ছেন যশস্বী। তাঁর পিছনেই জুরেল। সেই সময় আচমকাই মজা করে ওপেনারকে উত্ত্যক্ত করে বসেন জুরেল। সেটা মোটেও উপভোগ করেননি তিনি। তেড়েমেরে জুরেলকে থাপ্পড়ও মারতে যান। ব্যস এটুকুই। থাপ্পড়ের হাত থেকে জোর বাঁচান বেঁচে যান জুরেল। ঠিক কী বলেছিলেন তিনি, তা অবশ্য বোঝা যায়নি। তবে গোটা ঘটনাটা যে নিছকই খুনসুটির অংশ তা অনুমেয়। কারণ টিম বাসে ওঠার সময় দুই ক্রিকেটারকেই হাসতে দেখা গিয়েছে।
জুরেল এবং যশস্বীর বন্ধুত্ব অনেক দিনের। দু'জনেই রয়েছেন রাজস্থান রয়্যালসে। তাঁদের কাণ্ডকারখানা অবশেষে বুঝতে পেরে নেট নাগরিকরা বলছেন, 'বন্ধুত্ব হোক এমনই।' কেউ আবার মজা করে বলছেন, 'এত রেগে যেও না বন্ধু।' রনজি ট্রফিতে বাঁহাতি ওপেনারকে পাবে না মুম্বই। তাঁর না খেলার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বোর্ডের নির্দেশ সত্ত্বেও কেন তিনি রনজিতে নামতে রাজি নন, সেই প্রশ্নের উত্তরেও ধোঁয়াশা। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে স্কোয়াডে থাকলেও কোনও ম্যাচেই সুযোগ মেলেনি যশস্বীর।
