shono
Advertisement
Anushka Sharma

'তুমিই আলো দেখাও, তোমায় ভালোবাসি...', জন্মদিনে অনুষ্কাকে আদরে ভরালেন কোহলি

আর কী লিখেছেন বিরাট?
Published By: Prasenjit DuttaPosted: 05:39 PM May 01, 2025Updated: 05:45 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে...'।  এই পঙক্তি সহজেই বলা যায় 'বিরুষ্কা'কে নিয়ে। আজ বৃহস্পতিবার, ৩৭-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আর তাঁর জন্মদিনে 'মনের মানুষ' বিরাট কোহলি শুভেচ্ছা জানাবেন না, তেমন হয় নাকি? প্রত্যাশিতভাবে ইনস্টাগ্রামে অনুষ্কার সঙ্গে এক মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন অনুষ্কাকে আদরে ভরালেন কোহলি।

Advertisement

প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে বৈবাহিক জীবনের পাঁচটা বসন্ত পেরিয়ে এসেছে এই দম্পতি। আর আজ স্ত্রীকে শুভেচ্ছা জানাতে অনুষ্কার ছবি পোস্ট করে বিরাট লিখেছেন মন হু-হু করা কথা। 

বিরাট লিখেছেন, 'আমার প্রাণের বন্ধু। জীবনসঙ্গী। তুমিই আমার সবকিছু। প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমায় ভালোবাসি। তুমিই জীবনের আলো দেখাও। শুভ জন্মদিন আমার ভালোবাসা।' এভাবেই অনুষ্কাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তিনি।

নেটিজেনরাও অনুষ্কাকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখছেন, 'এমন ছবি দেখে মন ভরে গেল। অনেক শুভ কামনা।' আরেকজনের কথায়, 'শুভ জন্মদিন কিং কুইন।' কেউ লিখেছেন, 'রাজার অনুগত রানি।' প্রসঙ্গত, ছুটি কাটাতে প্রায়ই লন্ডনের পথে পাড়ি দেন বিরাট-অনুষ্কা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরের ম্যাচ ৩ মে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে ৭টিতে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আরসিবি। দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৭-এ পা দিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
  • আর তাঁর জন্মদিনে 'মনের মানুষ' বিরাট কোহলি শুভেচ্ছা জানাবেন না, তেমন হয় নাকি?
  • প্রত্যাশিতভাবে ইনস্টাগ্রামে অনুষ্কার সঙ্গে এক মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করেছেন অনুষ্কাকে আদরে ভরালেন কোহলি।
Advertisement