shono
Advertisement

দিল্লি, থানে থেকে উদ্ধার প্রায় ৫ কোটি কালো টাকা

এত টাকা আসছে কোথা থেকে? The post দিল্লি, থানে থেকে উদ্ধার প্রায় ৫ কোটি কালো টাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:59 PM Dec 14, 2016Updated: 09:39 AM Dec 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল হয়ে যাওয়ার পরও জারি কালো টাকার কারবার৷ আর তাই সাধারণ মানুষ একদিকে টাকার অভাবে নাজেহাল হলেও, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা৷ আশ্চর্যভাবে এই টাকাগুলি সবই নতুন টাকার নোট৷ মঙ্গলবার সন্ধ্যায় মহারাষ্ট্রের থানে থেকে উদ্ধার হল ১.৪ কোটি টাকা৷ উদ্ধার হওয়া অর্থের সবই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷

Advertisement

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তদের নাম যথাক্রমে গৌরব পিচা, হরিশ রাউত এবং চিন্তন রাম্বিয়া৷ এদের তিনজনকেই বরিভিলি থেকে গ্রফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷

পুলিশের তরফে জানানো হয়েছে এই তিন ব্যক্তিই ব্যবসায়ী৷ এদের একজন কালো টাকা সাদা করার কারবারের সঙ্গেও জড়িত বলে জানা গিয়েছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

থানের পাশাপাশি এদিন দিল্লির একটি হোটেলে হানা দিয়েও পুলিশ উদ্ধার করল তিন কোটি কালো টাকা৷ দিল্লির করোল বাগের হোটেল থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের তিন কোটি টাকা উদ্ধার হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, এই টাকা এমনভাবে পাচার করা হচ্ছিল, যা বিমানবন্দরের স্ক্যানিং মেশিনেও ধরা পরেনি৷ কেমন করে এই কাজ সম্পন্ন হল তা বুঝতে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে৷

The post দিল্লি, থানে থেকে উদ্ধার প্রায় ৫ কোটি কালো টাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement