সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বদলালেও তাঁর ভূমিকা বদলায়নি। গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। আর সেই সঙ্গে নয়া রেকর্ডের মালিকও হয়ে গেলেন তিনি।
সিআর সেভেনের হ্যাটট্রিকে ভর করেই ৩-০ গোলে আল নাসের হারাল দামাক এফসিকে। সেই সঙ্গে লিগ টেবিলে সবার উপরে উঠে এল রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল। এদিন প্রথমার্ধেই হ্যাটট্রিক করে নজির গড়েন প্রাক্তন রিয়াল স্ট্রাইকার। খেলা শুরুর ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন ২৩ মিনিটে। আর ৪৪ মিনিটে তৃতীয়বার বিপক্ষের জালে বল জড়ান সিআর সেভেন। বিরতির পর অবশ্য খেলায় আর কোনও গোল হয়নি।
[আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর, ভাইরাল গায়ে হলুদের ভিডিও, পাত্রীটি কে?]
দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও তৈরি করেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে সৌদি লিগের কোনও ম্যাচে প্রথমার্ধেই তিনটি গোল করার নজির গড়েন তিনি। আর এতেই কেরিয়ারের ৬২ তম হ্যাটট্রিক ঝুলিতে ভরে ফেললেন তিনি। মজার বিষয় হল ৩০ বছর বয়সের আগে ৩০টি এবং ৩০ বছরের পর ৩২টি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। প্রতিবারের মতো ফিটনেসের সম্রাট এবারও বুঝিয়ে দিলেন বয়স সংখ্যা মাত্র।
এই জয়ের সৌজন্যে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আল নাসের (Al Nassr)। আর হ্যাটট্রিকের দৌলতে সৌদি ক্লাবের হয়ে আট গোল হয়ে গেল রোনাল্ডোর। এর আগে আল ওয়েহদারের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ চার গোল করেছিলেন তিনি। তারপরই লিগ ফুটবলে ৫০০ গোলের ক্লাবেও ঢুকে পড়েন।