Advertisement
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে আরবি নাচ রোনাল্ডোর, বিশেষ সাজে সিআর সেভেন, দেখুন ছবি
আল নাসের সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন রোনাল্ডো।
২২ ফেব্রুয়ারি দেশের প্রতিষ্ঠা দিবস পালন করে সৌদি আরব। ১৭২৭ সালে সৌদি আরবকে একটি দেশ হিসাবে গড়ে তোলেন ইমাম মহম্মদ বিন সউদ।
রেকর্ড চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের এই বিশেষ দিনে সেলিব্রেশনে মেতে ওঠেন পর্তুগিজ মহাতারকাও।
বিশেষ দিনের প্রথা মেনে ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন সি আর সেভেন। কালোর উপর সাদা সুতোর কাজ করা দাগলা রোব পরেছিলেন তিনি। আরবের জাতীয় পোশাক বলেই বিবেচিত হয় এই দাগলা রোব।
ক্লাবের সতীর্থদের সঙ্গেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রোনাল্ডো। টিম বন্ডিং অ্যাক্টিভিটিতে মেতে ওঠেন আল নাসেরের সকল ফুটবলাররা।
Published By: Anwesha AdhikaryPosted: 03:31 PM Feb 23, 2023Updated: 03:32 PM Feb 23, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ