-
- ফটো গ্যালারি
- Cristiano ronaldo decks up in traditional saudi arabia dress dance in arabic style
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে আরবি নাচ রোনাল্ডোর, বিশেষ সাজে সিআর সেভেন, দেখুন ছবি
আল নাসের সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন রোনাল্ডো।
Tap to expand
২২ ফেব্রুয়ারি দেশের প্রতিষ্ঠা দিবস পালন করে সৌদি আরব। ১৭২৭ সালে সৌদি আরবকে একটি দেশ হিসাবে গড়ে তোলেন ইমাম মহম্মদ বিন সউদ।
Tap to expand
রেকর্ড চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের এই বিশেষ দিনে সেলিব্রেশনে মেতে ওঠেন পর্তুগিজ মহাতারকাও।
Tap to expand
বিশেষ দিনের প্রথা মেনে ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন সি আর সেভেন। কালোর উপর সাদা সুতোর কাজ করা দাগলা রোব পরেছিলেন তিনি। আরবের জাতীয় পোশাক বলেই বিবেচিত হয় এই দাগলা রোব।
Tap to expand
ক্লাবের সতীর্থদের সঙ্গেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রোনাল্ডো। টিম বন্ডিং অ্যাক্টিভিটিতে মেতে ওঠেন আল নাসেরের সকল ফুটবলাররা।
Tap to expand
এই দিনের উদযাপনের প্রথা মেনে তরোয়াল হাতে ছবিও তোলেন পর্তুগিজ তারকা। সতীর্থদের সঙ্গে তরোয়াল হাতে আরদাহ নাচে মেতে ওঠেন তিনি।
Tap to expand
সৌদি আরবের পতাকা গায়ে জড়িয়েও ছবি তোলেন সি আর সেভেন। নিজের সোশ্যাল মিডিয়াতেও বিশেষ দিনের শুভেচ্ছা জানান রোনাল্ডো নিজেই। শেয়ার করেন নিজের বিশেষ সাজের ছবিও।
Published By: Anwesha AdhikaryPosted: 03:31 PM Feb 23, 2023Updated: 03:32 PM Feb 23, 2023
আল নাসের সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন রোনাল্ডো।