shono
Advertisement
Maharashtra

মঞ্চে হাসিমুখে ভাষণ দিচ্ছিলেন কুড়ির তরুণী, হঠাৎ ঢলে পড়লেন... সব শেষ!

এমন ঘটনায় স্তম্ভিত কলেজ কর্তৃপক্ষ।
Published By: Biswadip DeyPosted: 11:50 AM Apr 06, 2025Updated: 11:50 AM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিমুখে মঞ্চে কথা বক্তৃতা দিচ্ছিলেন তিনি। আচমকাই সংজ্ঞা হারিয়ে ছিটকে পড়ে গেলেন। দেখা গেল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। এক কুড়ি বছরের তরুণীর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে।

Advertisement

মৃতার নাম বরষা খারাট। তিনি রাজ্যের ধারাশিব জেলার আরজি শিণ্ডে কলেজে পড়তেন। এদিন ছিল তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বাকি পড়ুয়াদের সঙ্গে তিনিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ভাষণ দিতে ওঠেন মঞ্চে। দেখা যায়, বেশ স্বচ্ছন্দেই তিনি কথা বলছেন। তাঁর মুখে লেগেছিল হাসি। আচমকাই সংজ্ঞা হারিয়ে মঞ্চের মধ্যেই পড়ে যান বরষা। ছুটে আসেন আশপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা। কিন্তু দেখা যায় তরুণীর শরীরে কোনও সাড়া নেই। অচিরেই পরিষ্কার হয়ে যায়, আর বেঁচে নেই তিনি। দ্রুত তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ওই তরুণী ৮ বছর বয়সে হৃদরোগে ভুগেছিলেন। কিন্তু গত বারো বছরে সেই সংক্রান্ত শরীরী অসুবিধার মধ্যে পড়েননি বরষা। চিকিৎসকরা মনে করছেন, আচমরাই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর সেই কারণেই সঙ্গে সঙ্গেই মৃত্যুর কবলে পড়েছেন। এমন ঘটনায় স্তম্ভিত কলেজ কর্তৃপক্ষ। প্রকাশ করা হয়েছে গাঢ় শোক। একটি দিন পঠনপাঠন বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক কুড়ি বছরের তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হতভম্ব মহারাষ্ট্রে।
  • হাসিমুখে মঞ্চে কথা বক্তৃতা দিচ্ছিলেন তিনি।
  • আচমকাই সংজ্ঞা হারিয়ে ছিটকে পড়ে গেলেন। দেখা গেল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি।
Advertisement