সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে তিনি হাজার ওয়াটের আলোর দ্যুতি ছড়াতেন সান্তিয়াগো বের্নাবেউয়ে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) স্পেন ছেড়েছেন অনেক দিন। আজও তিনি কিংবদন্তি রিয়াল মাদ্রিদে (Real Madrid)। স্পেনের ক্লাবের জয়রথ থামেনি। এবার সেই দৌড়ে সামিল কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি তারকা মাদ্রিদে যোগ দেওয়ার পর 'আলো জ্বালানোর' বার্তা দিলেন সিআর৭।
এমবাপেকে নিয়ে গত কয়েক বছরে জলঘোলা কম হয়নি। বছর দুয়েক আগেও রিয়ালে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু সেবার স্বপ্নসফল হয় লস ব্ল্যাঙ্কোসদের। এবার সমস্ত জল্পনার সমাধান। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এমবাপের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা। প্রাক্তন পিএসজি ফুটবলার নিজেও সোশাল মিডিয়ায় জানালেন স্বপ্নপূরণের খবর। আর সেখানে কমেন্ট করলেন স্বয়ং রোনাল্ডো। তিনি লেখেন, "এবার আমার দেখার পালা। তুমি বের্নাবেউতে আলোয় ভরিয়ে দেবে দেখার জন্য মুখিয়ে আছি।" সঙ্গে ছিল মাদ্রিদের জয়ধ্বনি।
[আরও পড়ুন: বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়ছেন দ্রাবিড়, সাংবাদিক সম্মেলনে নিজেই জানালেন টিম ইন্ডিয়ার হেডস্যর]
আসলে রোনাল্ডোর সঙ্গে এমবাপের সম্পর্কে আজকের নয়। সেই ছোটবেলা থেকেই ফরাসি বিশ্বজয়ী রোনাল্ডোর একপ্রকার অন্ধভক্ত। তাঁর ঘর ভরা থাকত পর্তুগিজ তারকার অসংখ্য ছবিতে। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন এমবাপে। যেন বহুদিনের আকাঙ্ক্ষা অবশেষে পূরণ হল। রিপোর্ট অনুযায়ী রিয়ালে আপাতত এমবাপের জার্সি নম্বর হবে ৯। ঘটনাচক্রে ২০০৯ সালে রোনাল্ডো যখন স্পেনের ক্লাবে আসেন তখন তিনি এই জার্সি পরেই নামতেন।
তার পরের ঘটনা ইতিহাস। তাঁর ১০ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ অসংখ্য ট্রফি জিততে সাহায্য করেছেন। এবার এমবাপের পালা। ভিনিসিয়াস, বেলিংহামদের তরুণ রক্তে যে দল গড়েছেন কার্লো আন্সেলোত্তি, তা যে কোনও দলকে ভয় ধরাবে। ঠিক যেভাবে রোনাল্ডোদের নিয়ে গড়ে উঠেছিল 'গ্যালাক্টিকো'। এবার পালা এমবাপের। আর ফুটবল জীবনের নতুন অধ্যায় শুরুর আগে বিশেষ শুভেচ্ছা পেলেন তাঁর 'আইডল'-এর।