সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনুই দিয়ে প্রতিপক্ষ ফুটবলারের বুকে আঘাত করায় লাল কার্ড দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। রেফারি মার্চিং অর্ডার দেওয়ায় ক্ষুব্ধ মহানায়ক তাঁকেই ঘুসি মারতে উদ্যত হলেন। কোনওক্রমে নিজেকে সামলে নেন সিআর সেভেন। সৌদি সুপার কাপে সেমিফাইনালে আল হিলাল ২-১ গোলে হারাল আল নাসেরকে। এই রাত ভুলে যেতে চাইবেন পর্তুগিজ মহানায়ক। আল নাসেরে সই করার পরে এই প্রথমবার লাল কার্ড দেখলেন রোনাল্ডো।
কেন লাল কার্ড দেখতে হল রোনাল্ডোকে? টাচলাইনের বাইরে বল চলে গেলে তা আনতে যান আল হিলালের ফুটবলার আলি আলবুলাইহি। সেই সময়ে রোনাল্ডো বল নিয়ে নেন। এদিকে আল হিলালের খেলোয়াড়টি রোনাল্ডোকে থামানোর চেষ্টা করলে সিআর সেভেন সেই ফুটবলারের বুকে কনুই দিয়ে মারেন। রেফারি তৎক্ষণাৎ লাল কার্ড দেখান রোনাল্ডোকে। খেলার বয়স তখন ৮৬ মিনিট। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পর্তুগিজ মহানায়ক। তিনি রেফারিকে ঘুসি মারতে উদ্যত হন। কোনওরকমে নিজেকে নিয়ন্ত্রণ করেন। ক্যাপ্টেনের আর্মব্যান্ড খুলে ফেলে রোনাল্ডো দ্রুতপায়ে মাঠ ছেড়ে চলে যান। এদিনও তাঁকে দর্শকদের কটাক্ষের মুখোমুখি হতে হয়। গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে আসে 'মেসি-মেসি' ধ্বনি। সোশাল মিডিয়ায় রোনাল্ডোকে 'দাদু' বলে কটাক্ষ করেন। কবে তিনি অবসর নেবেন, এমন কথাও লেখেন আল হিলাল সমর্থকরা।
[আরও পড়ুন: চোটের কবলে ময়ঙ্ক, কবে মাঠে দেখা যাবে তাঁকে? লখনউয়ের সিইও দিলেন বড় আপডেট]
বিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে মারছেন রোনাল্ডো, সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। রেফারিকে মারার জন্য হাত উঠিয়েছেন তিনি, সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়। খেলার শেষে আল হিলালের ম্যানেজার জর্জ জেসাস বলেন, ''বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার রোনাল্ডো। অনেকের রোল মডেলও বটে। কিন্তু ওর কেরিয়ার দেখলে জানা যায়, রোনাল্ডো হার মেনে নিতে পারে না। ফলে ম্যাচ হারায় হতাশা গ্রাস করেছিল রোনাল্ডোকে। তারই বহিঃপ্রকাশ দেখা যায় মাঠে।''