সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা প্রতিদিন নিত্যনতুন রেকর্ড গড়ছে। লকডাউন ঢিলে হতেই ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। সোমবারও দেশে সংক্রমণের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার। ফলে এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষের গণ্ডির অনেকটাই উপরে।
[আরও পড়ুন: অমঙ্গলের আশঙ্কা! আমফানের আগেই পুরীর মন্দিরের চূড়া থেকে উড়ে গেল ধ্বজা]
মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ৯৭০ জন। ফলে আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ১৩৯ জনে। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় বিরাট আকারে বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে ১৩৪ জনের মৃত্যু হয়েছে ভারতে। ফলে এই মুহূর্তে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৩ জনে। আপাতত ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৮ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ১৭৩ জন। এই সংখ্যাটাই একমাত্র স্বস্তির জায়গা। বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে এখন একাদশ স্থানে ভারত। উপরে আছে ইরান। যেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ১৩৯ জন। অনেকটা নিচে পেরু। সেদেশে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজারের আশেপাশে।
[আরও পড়ুন: ঘুষ চাইছে পুলিশ! বাসের আশা ছেড়ে বিহারে ফিরতে শ্রমিকদের ভরসা সাইকেল]
দেশের মধ্যে প্রত্যাশিতভাবে সবচেয়ে খারাপ ছবি মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরের রাজ্যে এককভাবে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ মহারাষ্ট্রেই দেশের এক-তৃতীয়াংশের বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৬০। তৃতীয় স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭৪৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮২৫ জন।
The post আক্রান্তের সংখ্যা পেরল ১ লক্ষ, সংক্রমণের সংখ্যার নিরিখে বিশ্বে একাদশ স্থানে ভারত appeared first on Sangbad Pratidin.