shono
Advertisement

বিফলে শুভেন্দুর আপত্তি, আরও ৬ মাস রাজ্যের মুখ্যসচিবের পদে হরিকৃষ্ণ দ্বিবেদীকে বহাল রাখল কেন্দ্র

আরও ৬ মাস মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন দ্বিবেদী।
Posted: 11:24 AM Jun 30, 2023Updated: 05:12 PM Jun 30, 2023

গৌতম ব্রহ্ম: শুক্রবার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের দাবি মেনে দ্বিবেদী থেকে যাবেন, নাকি পঞ্চায়েত ভোটের আগে নতুন মুখ‌্যসচিব পাবে রাজ‌্য? তা নিয়ে জোর জল্পনা চলছিল। এদিকে কেন্দ্রের কাছে শুভেন্দু অধিকারীর আরজি ছিল, যেন মেয়াদবৃদ্ধি না করা হয় হরিকৃষ্ণ দ্বিবেদীর। কিন্তু আপত্তি ধোপে টিকল না। আরও ৬ মাস  মুখ্যসচিবের পদে থাকবেন হরিকৃষ্ণ দ্বিবেদীই, জানাল কেন্দ্র।

Advertisement

আসলে রাজ‌্য সরকার মুখ‌্যসচিব পদে দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু নবান্ন সূত্রের খবর, শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত রাজ্যের পাঠানো সেই চিঠির উত্তর আসেনি দিল্লি থেকে। প্রশাসনিক মহলের ধারণা ছিল, শেষ মুহূর্তে রাজ্যের দাবি মেনে দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি করতে পারে কেন্দ্র।  সেই সম্ভাবনাই সত্যি হল। এদিন রাজ্যের আরজি মেনে হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরির মেয়াদ বাড়াল কেন্দ্র। 

[আরও পড়ুন: রাজ‌্যসভার নিশ্চিত আসনে পছন্দের প্রার্থী কে? বঙ্গে পরিষদীয় দলের মতামত নিতে বলল বিজেপি]

প্রসঙ্গত,রাজ্য বিজেপি নেতারা মূলত শুভেন্দু অধিকারী কেন্দ্রের দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রের কাছে। ফলে কেন্দ্র কী করবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ, কেন্দ্রের তরফে চিঠি মিলছিল না। অনেকেরই ধারণা হয়েছিল, শুভেন্দুর আপত্তিতে গুরুত্ব দেবে কেন্দ্র। কিন্তু আদতে তা হল না। রাজ্যের আরজিতেই সিলমোহর দিল দিল্লি। এদিকে আমলাদের মেয়াদবৃদ্ধি  মোদীর দপ্তরের হাতে। ফলে দ্বিবেদীর মেয়াদবৃদ্ধিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ রয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মুখ্যসচিব হিসাবে প্রায় দু’বছর কর্মরত হরিকৃষ্ণ। মাস দু’য়েক আগে তাঁর মেয়াদবৃদ্ধির জন্য কেন্দ্রকে অনুরোধপত্র পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের সূচনালগ্নে তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের মেয়াদবৃদ্ধি হয়েছিল।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির ইস্তেহার পত্রে শুভেন্দু-সুকান্ত, কী বললেন ‘ব্রাত্য’ দিলীপ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement