shono
Advertisement

মণিপুরে হিংসার জন্য দায়ী কংগ্রেস! বিগত সরকারের উপরই দোষ চাপালেন হিমন্ত

কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মণিপুরে হিংসার পরিসংখ্যান তুলে ধরলেন হিমন্ত।
Posted: 09:34 AM Aug 09, 2023Updated: 10:12 AM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে কোণঠাসা মোদি সরকার। যদিও বিরোধীদের শত প্রতিবাদের পরেও উত্তরপূর্বের রাজ্য নিয়ে নীরব অবস্থানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আসন্ন লোকসভা ভোটের আগে বরং ইন্ডিয়া জোটের সমালোচনায় সরব তিনি। মণিপুর ইস্যুতে কতকটা সেই পথেই হাঁটলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তাঁর মতে উত্তরপূর্বের রাজ্যের হিংসার জন্য দায়ী বিগত কংগ্রেস সরকারের অপশাসন। কেন্দ্র কংগ্রেস থাকাকালীন মণিপুরে (Manipur) হিংসার পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

Advertisement

কংগ্রেসের বিরুদ্ধে হিমন্ত তোপ দাগেন, “কংগ্রেস আজ মণিপুরের হিংসা নিয়ে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছে। পরিসংখ্যান বলছে, ১৯৯০ সালে ৩০০ জন এবং ২০০৬ সালে কংগ্রেস শাসিত মণিপুরে ১০৫ জনকে হত্যা করা হয়েছিল।” হিমন্তের বক্তব্য, কংগ্রেস সরকারের ভুল নীতির কারণে উত্তর-পূর্ব রাজ্যের বিভিন্ন বিরোধাভাস অমীমাংসিত থেকে গিয়েছে। “এমনকী দলটি এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করেছে। আজ যে মণিপুর জ্বলছে, তার এর জন্য এককভাবে দায়ী কংগ্রেস।”

[আরও পড়ুন: শাহরুখের বদলে ‘ডন ৩’ ছবিতে রণবীর সিং! ফারহানের ঘোষণায় চাঞ্চল্য, ক্ষিপ্ত নেটিজেনরা]

অসমের মুখ্যমন্ত্রীর আর দাবি করেছেন, কংগ্রেসের আপত্তি সত্বেও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৮ সালের জাতি হিংসার সময় অসমের কোকরাঝার জেলায় সফর করেছিলেন। যদিও মণিপুরে পা রাখেননি। “নাগাল্যান্ড হোক বা মণিপুর, হিংসায় উসকানি দেওয়ার নীতি নিয়েছিল কংগ্রেস। অন্যদিকে ১৯৬২ ইন্দো-চিন যুদ্ধের সময় অসম সফর করেন ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরু তাঁকে সতর্ক করেছিলেন, মণিপুরে গেলে চিনা সেনা তাঁকে অপহরণ করতে পারে।”

[আরও পড়ুন: উচ্ছেদের নোটিসে স্থগিতাদেশ, জমি বিতর্কে সিউড়ি আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে অমর্ত্য সেন]

মঙ্গলবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছিলেন, মণিুপর নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতার কারণেই অনাস্থা প্রস্তাব আনতে বাধ্য হয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। এর উত্তরেই দলের পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে তোপ দাগলেন হিমন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement