shono
Advertisement

Breaking News

ক্ষমতা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, জারি কড়া সতর্কতা

বাংলায় প্রভাব ফেলবে ফণী? The post ক্ষমতা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, জারি কড়া সতর্কতা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:36 PM Apr 29, 2019Updated: 03:36 PM Apr 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যত এগোচ্ছে, ততই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফণী৷ আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেই অবস্থান করছে ঘূর্ণিঝড়৷ আগামী ১২ থেকে ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে প্রবল আকার ধারণ করতে পারে ওই ঘূর্ণিঝড়৷ মঙ্গলবার দক্ষিণের উপকূলে ফণী আছড়ে পড়ার আশঙ্কা করছেন আবহবিদরা৷

Advertisement

[ আরও পড়ুন: শয়ে শয়ে কাঁকড়া বিছে ঘোরাফেরা করলেও কামড়ায় না, আমরোহার দরগায় ম্যাজিক]

মৌসম ভবনের পূর্বাভাস, ৩০ এপ্রিল থেকে ১ মে-র সন্ধের মধ্যেই উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়৷ প্রবল বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ ফণীর প্রভাবে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা বিপর্যস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে৷ ৩০ এপ্রিল দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা৷ ফণীর প্রভাবে আগামী ২ মে ওড়িশায় হতে পারে বৃষ্টি৷ প্রায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে ওই রাজ্যগুলিতে৷ ইতিমধ্যেই অন্ধ্রের ন’টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে৷  এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, মালাপ্পুরম, পাঠানমত্থিতা, কোট্টায়াম, ওয়ানড়, কোঝিকোড়ে, পালাক্কার-সহ বেশ কয়েকটি ধসপ্রবণ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা৷ সতর্কতার পরই রাজ্য প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক শুরু হয়েছে৷ আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হওয়ারও সম্ভাবনা৷ তাই এই পরিস্থিতিতে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ সমুদ্রের কাছাকাছি এলাকার বাসিন্দাদেরও সতর্কতা জারি করা হয়েছে৷ যে কোনও মুহূর্তে তাঁদের অন্যত্র স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে উপকূল বাহিনী৷

[আরও পড়ুন: চতুর্থ দফায় ৭২ আসনে ভোটগ্রহণ, বিজেপির ঘাঁটিতে থাবা বসাতে মরিয়া বিরোধীরা]

তবে বাংলায় ফণীর জেরে বাংলায় আপাতত কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহবিদরা৷ চড়চড়িয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা৷ এপ্রিলের শেষেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ বইছে লু৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে ভ্যাপসা গরম। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে উত্তরের বেশ কয়েকটি জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে৷

The post ক্ষমতা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, জারি কড়া সতর্কতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement