shono
Advertisement

Breaking News

বাংলায় ধেয়ে আসছে তিতলি, ঘূর্ণিঝড়ে প্রাণহানি অন্তত ৮ জনের

বাতিল একাধিক ট্রেন ও বিমান৷ The post বাংলায় ধেয়ে আসছে তিতলি, ঘূর্ণিঝড়ে প্রাণহানি অন্তত ৮ জনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 PM Oct 11, 2018Updated: 05:23 PM Oct 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ কাড়ল তিতলি৷ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে আট জনের৷ জখম হয়েছেন অনেকেই৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল একাধিক ট্রেন ও বিমান৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে বাংলার দিকে ধেয়ে আসছে তিতলি৷ যার প্রভাবে গতকাল থেকেই ফুঁসছে বঙ্গোপসাগর৷ বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায়৷

Advertisement

[ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল তিতলি, বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা]

 #WATCH: Latest visuals from Andhra Pradesh’s Srikakulam after #TitleCyclone made a landfall. pic.twitter.com/itSoHD16wk

— ANI (@ANI) October 11, 2018

[পুজো অনুদান মামলা এবার সুপ্রিম কোর্টে, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি]

বৃহস্পতিবার সকালে প্রায় ১২৬ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় তিতলি আছড়ে পড়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলে৷ প্রবল ঝড়ে বিপর্যস্ত গোটা গোপালপুর৷ ভেঙে গিয়েছে একাধিক কাঁচা বাড়ি৷ অন্ধ্রপ্রদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে আট জন৷ জখম হয়েছেন আরও অনেকে৷ গোপালপুরে সমুদ্রে ডুবে গিয়েছে পাঁচজন মৎস্যজীবী৷ তাঁদের উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী দল৷ 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ৩ লক্ষ মানুষ ঘরছাড়া৷ দুর্গতদের সুরক্ষিত জায়গায় সরিয়ে আনা হয়েছে৷ রঞ্জাম গজপতি, জগৎসিংপুর-সহ একাধিক জায়গায় চলছে প্রবল বৃষ্টি৷ ওড়িশা আগামী দুদিন সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে৷ মাইকিং করে পর্যটকদের পুরীর সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷

[সেনা-জঙ্গি গুলি বিনিময়ে উত্তপ্ত উপত্যকা, ধৃত একাধিক সন্ত্রাসবাদী]

[জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে না সশস্ত্র পুলিশ, রায় সুপ্রিম কোর্টের]

ঘূর্ণিঝড়ের জেরে বিচ্ছিন্ন গোপালপুর-বরহামপুর সড়ক যোগাযোগ ব্যবস্থা। খুরদা রোড ও বিজয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় এই বিপত্তি। খড়গপুড়ে দাঁড়িয়ে ফলকনমা এক্সপ্রেস। বাতিল করা হয়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস ও মুজাফ্ফরপুর এক্সপ্রেস৷ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে৷ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসেরও যাত্রাপথ বদল করা হয়েছে৷ তিতলির প্রভাবে ওড়িশা ও অন্ধ্রগামী পাঁচটি বিমান বাতিল করেছে ইন্ডিগো৷ আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূল হয়ে বাংলায় ঢুকবে তিতলি৷ এরপরই শক্তিক্ষয় হবে ঘূর্ণিঝড়ের৷ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “তিতলির প্রভাব থাকবে শনিবার পর্যন্ত। তবে পরিমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য থেকে যাওয়ায় রবিবারও কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও সোমবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।”

The post বাংলায় ধেয়ে আসছে তিতলি, ঘূর্ণিঝড়ে প্রাণহানি অন্তত ৮ জনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement