shono
Advertisement

Breaking News

নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল

তালিকায় রয়েছে আরও ৬০টি ওষুধ৷ যা হয়তো আপনার প্রয়োজনেও কাজে লাগে৷ The post নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:23 PM Apr 21, 2017Updated: 01:14 PM Oct 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা শরীরে ব্যাথা-বেদনা, সামান্য জ্বরও আছে৷ এই সমস্যা নিয়ে ওষুধের দোকানে গিয়েই চেয়ে থাকেন ওষুধগুলি৷ সাধারণত এই তালিকায় এগিয়ে থাকে কম্বিফ্লেম, ডি কোল্ড টোটালের মতো ওষুধ৷ কিন্তু এদের গুণগত মান কতটকু জানেন? তাই জানিয়ে দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)৷

Advertisement

[রাম মন্দির নির্মাণে অযোধ্যায় ইট নিয়ে হাজির মুসলিম করসেবকরা]

সম্প্রতি দেশের ওষুধের মান যাচাই করেছিল ভারত সরকারের এই সংস্থা৷ যার ফল বেরিয়েছে গত মার্চে৷ গুণগত মানের এই পরীক্ষায় সসম্মানে একেবারেই উত্তীর্ণ হতে পারেনি কম্বিফ্লেম, ডি কোল্ড টোটালের মতো জনপ্রিয় ওষুধগুলি৷ ড্রাগ কন্ট্রোলের মতে জনপ্রিয় এই ওষুধগুলি একেবারেই নিকৃষ্টমানের৷ শুধু কম্বিফ্লেম কিংবা ডি কোল্ডই নয়, অনুন্নত মানের এই তালিকায় রয়েছে ওফ্লক্স-১০০ডিটি, থিও অ্যাসথালিন ও ক্যাডিলোজ সলিউশনের মতো আরও ৬০টি ওষুধ৷ তবে কর্তৃপক্ষের কড়া নজর রয়েছে কম্বিফ্লেমের উপর৷ কারণ ড্রাগ কন্ট্রোলের আগের বছরের পরীক্ষাতেও মানে নিরিখে পাশ করতে পারেনি সানোফির এই ওষুধ৷ একবার নয়, তিন বার হয়েছিল সেই পরীক্ষা৷ কোনটিতেই পাশ করতে পারেনি কম্বিফ্লেম৷

[২৩ এপ্রিল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ পেন ও ঘড়ি]

ড্রাগ কন্ট্রোলের এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল কম্বিফ্লেম প্রস্তুতকারক সংস্থা সানোফি৷ সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল একটা নির্দিষ্ট ব্যাচের ওষুধ থেকেই এই সমস্যা হচ্ছে৷ সেই ব্যাচটি বাজার থেকে তুলে নেওয়াও হয়েছিল৷ সংস্থার দাবি ছিল, তাদের ওষুধের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ কোনও গলদও নেই তাতে৷ শুধু তা সমস্যার ক্ষেত্রে একটু দেরিতে কাজ করছে৷ এই সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছিল সংস্থা৷ কিন্তু চলতি বছরের মার্চ মাসে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফের পাশ করতে ব্যর্থ হল জনপ্রিয় ওষুধটি৷ তবে নিজেদের জনপ্রিয় ওষুধ নিয়ে যথেষ্ট আশাবাদী সংস্থা৷ প্রায় দুই দশক ধরে মানুষ ব্যবহার করছে তাদের ওষুধ৷ আজ পর্যন্ত সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই বলে দাবি কর্তৃপক্ষের৷

[অরুণাচলের প্রতিটি ইঞ্চিই ভারতের, চিনকে হুঁশিয়ারি বেঙ্কাইয়ার]

The post নিকৃষ্টমানের ওষুধ কম্বিফ্লেম ও ডি কোল্ড, জানাল ড্রাগ কন্ট্রোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement