shono
Advertisement

ভিন সম্প্রদায়ের যুবতীকে বিয়ে, উত্তরপ্রদেশে ফের হেনস্তার শিকার দলিত যুবক

তদন্তে উদাসীন পুলিশ৷ The post ভিন সম্প্রদায়ের যুবতীকে বিয়ে, উত্তরপ্রদেশে ফের হেনস্তার শিকার দলিত যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM Jun 30, 2018Updated: 06:54 PM Jun 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন্ন সম্প্রদায়ের মেয়েকে বিয়ে করেছেন দলিত যুবক৷ সেই ‘অপরাধে’ খাপ পঞ্চায়েতের আসরে যুবকের বাবাকে চূড়ান্ত হেনস্তা মাতব্বরদের৷ গায়ে থুতু দিয়ে ওই ব্যক্তিকে মারধর করা হয়৷ এমনকি, ওই দলিত যুবকের পরিবারের মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়৷ এমন মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী উত্তরপ্রদেশের বুলন্দশহর৷ যোগীর রাজ্যের এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও উঠেছে উদাসীনতার অভিযোগ৷

Advertisement

[চাকরিতে ইস্তফা, শিক্ষককে বেঁধে জুতোর মালা পরিয়ে দিল কোচিং সেন্টারের মালিক]

উত্তরপ্রদেশে আবারও সামনে এল মধ্যযুগীয় বর্বরতা৷ ফের বসল খাপ পঞ্চায়েত৷ বুলন্দশহরের বাসিন্দা বছর চুয়াল্লিশের ওই দলিত যুবকের ছেলে ভিন সম্প্রদায়ের এক মেয়ের সঙ্গে বিয়ে করেন৷ এটাই ছিল ওই দলিত পরিবারের ‘অপরাধ’৷ মঙ্গলবার গ্রামে বসানো হয় খাপ পঞ্চায়েতের আসর৷ ডেকে পাঠানো হয় দলিত যুবকের বাবাকে৷ সালিশি সভায় চূড়ান্ত হেনস্থা করা হয় তাঁকে৷ মাতব্বররা হেনস্তাকারীকে নিজের গায়ে থুতু দিতে বলে৷ এমনকি দলিত ব্যক্তির পরিবারের মহিলা সদস্যকে ধর্ষণের হুমকি দেওয়া হয়৷ এই ঘটনার পর থেকে গ্রামছাড়া নির্যাতিতর ছেলে ও তাঁর পুত্রবধূ৷ আপাতত আতঙ্কেই দিন কাটাচ্ছে ওই দলিত পরিবার৷

[ধর্ষণের পুরনো ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলের হুমকি তরুণীকে, দাবি ১০ লক্ষ টাকাও]

হেনস্থার বিচার পেতে থানার দ্বারস্থ হয় ওই দলিত পরিবার৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ ওই নির্যাতিত দলিত ব্যক্তি বলেন, ‘‘প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ৷ অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর  পুলিশ এফআইআর নিতে রাজি হয়৷’’ তিনি আরও বলেন, ‘‘নরেশ সোলাঙ্কি, কুলদীপ, বিষ্ণু, বিল্লু ও ভুরা নামে পাঁচজনের নাম রয়েছে এফআইআরে৷’’

যদিও নির্যাতিতের অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ৷ পালটা পুলিশের দাবি, ঘটনার কথা জানার পরই এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির  ১৪৭, ৩২৩, ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ ঘটনার পর চারদিন কেটে গেলেও এখনও কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতরা৷

The post ভিন সম্প্রদায়ের যুবতীকে বিয়ে, উত্তরপ্রদেশে ফের হেনস্তার শিকার দলিত যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার