সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাঠ সম্প্রদায়ের সঙ্গে ঝগড়া করার স্পর্ধা দেখিয়েছিলেন। এই সাহসের মূল্য চোকাতে হল দলিত যুবককে। বেধড়ক মারধর করা হয় তাঁকে। তারপর জোর করে মূত্রপান করতে বাধ্য করা হয়। এমনই অভিযোগ উঠেছে রাজস্থানের (Rajasthan ) চুরু জেলায়। ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২৬ জানুয়ারির রাতে রাজস্থানের রুখাসার গ্রামে। সেখানেই থাকেন রাকেশ মেঘওয়াল নামের ওই দলিত যুবক। রাজস্থান পুলিশের কাছে যে বয়ান রাকেশ দিয়েছেন সেই অনুযায়ী, উমেশ জাঠ নামে গ্রামের এক যুবক তাঁকে বাড়িতে ডাকতে আসে। তিনি বাড়ির বাইরে বেরোতে না চাইলে উমেশ এবং তার সাত সঙ্গী এসে তাঁকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। বলপূর্বক একটি গাড়িতে তোলা হয় তাঁকে। তারপর কাছেই একটি মাঠের সামনে নামায়।
[আরও পড়ুন: ন’বছর পর রেকর্ড ঠান্ডা জানুয়ারিতে, কবে বিদায় নেবে হাড় কাঁপানো শীত?]
অভিযোগ, এরপর অভিযুক্তরা একটি মদের বোতল খুলে জোর করে রাকেশকে খাওয়ায়। তারপর খালি বোতলে সবাই মিলে প্রস্রাব করে সেটিও রাকেশকে পান করতে বাধ্য করে। উমেশ ও তার বন্ধুরা রাকেশকে নিচু জাতের, দলিত বলে নানা অপমানজনক কথা বলতে থাকে। লাঠি, বেল্ট, মোটা দড়ি দিয়ে প্রচণ্ড মারধর করা হয়। রাকেশের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মারধর সহ্য করতে না পেরে রাকেশ মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পালানোর সময় রাকেশের মোবাইল ফোনটিও নিয়ে যায় বলে অভিযোগ।
যদিও পুলিশের দাবি, ২৫ বছরের ওই দলিত যুবককে মূত্রপান করাতে বাধ্য করা হয়েছিল কি না তার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে উচ্চবর্ণের জাঠদের পক্ষ নিয়ে পুলিশ এই তদন্ত করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় দলিত সম্প্রদায়ের মানুষজন।