সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৯ বছরে প্রয়াত ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর (Suhani Bhatnagar)। তার আগে বেশ কয়েকদিন দিল্লির এইমসে ভর্তি ছিলেন। নিজের ছবির তরুণ শিল্পীর অসুস্থতার খবর কি জানতেন আমির খান (Aamir Khan)? এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রীর মা।
আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগির ববিতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। ডার্মাটোমায়োসাইটিস নামের রোগের চিকিৎসা চলছিল ১৯ বছরের অভিনেত্রীর। এটি একটি রেয়ার কন্ডিশন। যা ত্বক, মাসল, ফুসফুস-সহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে। মাস দুয়েক আগে সুহানির দুই হাত ফুলতে শুরু করেছিল। সেই সময় তাঁকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ তাঁর ক্ষেত্রে নাকি এটিই একমাত্র ওষুধ ছিল।
[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]
জানা গিয়েছে, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। তাঁর ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল। শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গে জলও জমে গিয়েছিল। সেই কারণেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। গত ১০ দিন ধরে এইমসে ভর্তি ছিলেন ১৯ বছরের তরুণী। এই সমস্ত কিছু আমির বিন্দুমাত্র জানতেন না। প্রয়াত অভিনেত্রীর মা জানান, তাঁরা নিজেরা এতটাই ভেঙে পড়েছিলেন যে কাউকে কিছু জানাবার মতো পরিস্থিতিতে ছিলেন না।
প্রায় ২৫ হাজার বাচ্চাদের সঙ্গে অডিশন দিয়ে ‘দঙ্গল’-এর জন্য নির্বাচিত হয়েছিলেন সুহানি। অভিনেত্রীর মা জানান, আমির খুবই স্নেহ করতেন তাঁর মেয়েকে। মাঝে মাঝেই খবর নিতেন। ইরার বিয়ের সময়ও খুবই আন্তরিকভাবে নিমন্ত্রণ করেছিলেন। সবাইকে যেতে বলেছিলেন। তখনও সুহানির বাবা-মা কিছু জানাননি। কারণ শুনলে হয়তো সমস্ত কিছু ছেড়ে সুহানিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। সোশাল মিডিয়ায় আমির নেই। তবে তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সুহানির জন্য শোকপ্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছিল।