shono
Advertisement

এবার X হ্যান্ডেলেই মিলবে সঙ্গীর খোঁজ! ডেটিং ফিচার আনার ভাবনা মাস্কের

ব্যাঙ্কিং ফিচারও শুরু হতে পারে টুইটারে।
Posted: 05:47 PM Oct 29, 2023Updated: 03:58 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের মধ্যেই পুরোপুরি ডেটিং সাইট হিসাবে কাজ শুরু করবে তাঁর মাইক্রো ব্লগিং সাইট এক্স (X)। জানালেন এলন মাস্ক (Elon Musk)। গত নভেম্বরে টুইটার (Twitter) অধিগ্রহনের পর থেকে এই প্ল‌্যাটফর্মকে আগাগোড়া ঢেলে সাজছেন মাস্ক। প্ল‌্যাটফর্মের নাম থেকে পোর্টালের লোগো, ব‌্যবহারের বিধি থেকে বাড়তি সুবিধা, সবই পাল্টে দিয়েছেন এই ধনকুবের। এবার তাতে ডেট অ‌্যাপের ফিচারও যোগ করা হবে বলে জানালেন এক্স প্রধান।

Advertisement

[আরও পড়ুন: ত্রাণ শিবির থেকে চুরি খাদ্যসামগ্রী, গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ]

সাধারণ মানুষের মধ্যে ডেটিং অ‌্যাপের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলেই তাঁর পোর্টালে এই সুবিধা তিনি আনতে চান বলে জানিয়েছেন এই শিল্পপতি। বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে সময়ের চাহিদা মতোই নানা ফিচার আনতে চান মাস্ক। তাই ডিজিটাল ব‌্যাঙ্কিং কিংবা ডেটিং অ‌্যাপ, সবকিছুই এক ছাতার তলায় আনতে চাইছে এক্স। শুক্রবার থেকেই এক্স প্ল‌্যাটফর্মে নতুন একটি সাবস্ক্রিপশন প্ল‌্যান এনেছেন তিনি। প্রিমিয়াম প্লাস নামের এই প্ল‌্যানে বিজ্ঞাপন ছাড়াই সমস্ত কিছু সুবিধা পাওয়া যাবে।

সূত্রের খবর, ২০২৪ সালের মধ্যেই ডেটিং অ্যাপের ফিচার চলে আসবে টুইটারে। তবে ইউজারদের ভালোরকম গাঁটের কড়ি খরচ করতে হবে টুইটারের নয়া ফিচারগুলো ব্যবহার করার জন্য। তবে ঠিক কী কী ফিচার পাওয়া যাবে এক্স- এর ডেটিং অ্যাপে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: ‘সাপ সাপই থাকে’, ইজরায়েলকে ‘যুদ্ধাপরাধী’র তকমা দিয়ে খোঁচার মুখে তুরস্কের প্রেসিডেন্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement