সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন পর্যন্ত তিনি ছিলেন দেশের প্রবীণতম ক্রিকেটার। সেই দত্তাজিরাও গায়কোয়াড় (Dattajirao Gaekwad) মঙ্গলবার প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বরোদায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ৯ বছরের ক্রিকেট কেরিয়ারে চারটি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
উল্লেখ্য, দত্তাজিরাওয়ের অন্য আর একটি পরিচয়ও রয়েছে। তিনি দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের (Anshuman Gaekwad) বাবা।
[আরও পড়ুন: মেসি কি প্যারিস অলিম্পিকে খেলবেন? চলে এল বড় আপডেট]
দত্তাজিরাও গায়কোয়াড়ের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটমহলে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান অগ্রজ দত্তাজিরাও গায়কোয়াড়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। বরোদায় তরুণ প্রতিভা অন্বেষণ দত্তাজিরাও গায়কোয়াড়ের অবদানের কথা পাঠান তুলে ধরেছেন তাঁর স্মৃতিচারণে। সেভাবে বললে দত্তাজিরাও গায়কোয়াড়কে বরোদার ‘দ্রোণাচার্য’ বললেও অত্যুক্তি করা হবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫২ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটেছিল দত্তাজিরাওয়ের। এই প্রজন্ম ভুলে গিয়েছে দেশের কৃতি প্রাক্তন ক্রিকেটারদের। বিস্মৃতির পাতায় চলে গিয়েছেন তাঁরা। দত্তাজিরাওয়ের প্রয়াণ নতুন করে তাঁর কেরিয়ারে আলো ফেলবে। নতুন করে এই দেশ জানবে তাঁর সাফল্য। মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্বের ক্রিকেট পরিক্রমার চর্চা করবে আজকের যুব সমাজ। ইরফান পাঠান (Irfan Pathan) লিখেছেন, ”নীল মারুতি থেকে নেমে মোতিবাগ ক্রিকেট মাঠে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক ডিকে গায়কোয়াড় নিরন্তর ভাবে বরোদা ক্রিকেটের জন্য নতুন প্রতিভা খোঁজার কাজ করে গিয়েছেন। ভবিষ্যতের দলগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর শূন্যস্থান অনুভূত হবে। ক্রিকেটমহলের জন্য বিশাল ক্ষতি।”