অর্ণব আইচ: সুকন্যা মণ্ডলের চারটি সংস্থার ‘অস্বাভাবিক’ আয় বৃদ্ধির উপর নজর সিবিআইয়ের (CBI)। বুধবারই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে সুকন্যা মণ্ডলের সংস্থা এএনএম এগ্রোকেম ফুডস-এর আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। এই ব্যাপারে সুকন্যাকে জিজ্ঞাসাবাদও করতে চায় সিবিআই। এবার সুকন্যা (Sukanya Mandal)নিজেই কর্মকর্তা, এমন আরও তিনটি সংস্থার আয়ের উপর নজর সিবিআইয়ের।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মণ্ডল পরিবারের ‘ভোলে ব্যোম’ রাইস মিলে তল্লাশি চালানো হয়েছে। সংস্থার নথি পরীক্ষা করে দেখা গিয়েছে, ২০১৫-১৬ আর্থিক বর্ষে সংস্থাটির আয় ছিল ১ লক্ষ ১ হাজার ৮৮ টাকা। এর পরের আর্থিক বছরেই এক লাফে ওই আয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় ১৮ লক্ষ ৩৫ হাজার ৮০৪ টাকা। এর পরের বছর, ২০১৭-১৮ সালে ওই আয়ের পরিমাণ হয় ২৮ লক্ষ ২২ হাজার ৪১১ টাকা, ২০১৮-১৯ সালে তা বৃদ্ধি হয়ে দাঁড়ায় ৬৫ লক্ষ ১ হাজার ৯৪০ টাকা, ২০১৯-২০ সালে ১ কোটি ৭৪ লক্ষ ৭৬ হাজার ২৮০ টাকা, ২০২০-২১ সালে হয় ২ কোটি ৯ লক্ষ ১৪ হজার ৮০ টাকা ও ২০২১-২২ সালে ২ কোটি ৪১ লক্ষ ২৮ হজার ২৬০ টাকা। গত বছর এই সংস্থার আয়কর দেওয়া হয়েছে ৮৪ লক্ষ ৩১ হাজার ৩৭৯ টাকা।
[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ শশীর, পরিস্থিতি সামলাতে সুর নরম খাড়গের]
এছাড়াও ‘শিব শম্ভু’ রাইস মিলের আয়ের খতিয়ানও নিয়েছে সিবিআই। সূত্র জানিয়েছে, ২০১৯-২০ সালে এই রাইস মিলের (Rice Mill) আয়ের পরিমাণ ছিল ১৮ লক্ষ ১৮ হাজার ৮৬৭ টাকা। পরের আর্থিক বছরেই এই সংস্থাটির তিন গুণ আয় বৃদ্ধি হয়। ওই বছর আয়ের পরিমাণ ছিল ৫৪ লক্ষ ২৯ হাজার ৩৭০ টাকা। ২০২১-২২ সালে রাইস মিলটি আয় করে ৮১ লক্ষ ৫৩ হাজার ৮৭০ টাকা। সুকন্যা মণ্ডলের আরও একটি সংস্থা নীড় ডেভেলপার প্রাইভেট লিমিটেডের আয়ের খতিয়ান অনুযায়ী, ২০২০-২১ সালে সংস্থাটি আয় হয় ৮ লক্ষ ৩৫ হাজার ৫৭০ টাকা। ২০২১-২২ সালেই এই আয় বৃদ্ধি হয়ে দাঁড়ায় ২২ লক্ষ ৯৮ হাজার ১১০ টাকা। অন্য সংস্থা এনএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেডের আয় যে সোয়া এক লক্ষ থেকে তিন বছরে প্রায় দেড় কোটি টাকা ও ২০২১-২২ সালে এই সংস্থাটির আয় ছিল ৮৫ লাখ ৩৬ হাজার ৭৩০ টাকা।
[আরও পড়ুন: ‘ছেলের নাম শুভেন্দু রাখবেন না’, মীরজাফর-শুভেন্দুকে একাসনে বসিয়ে খোঁচা সায়ন্তিকার]
সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রতিটি সংস্থার ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, প্রত্যেক বছর লাফ দিয়ে আয় বৃদ্ধি হয়েছে সংস্থাগুলির। কীভাবে এই আয় বৃদ্ধি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সিবিআইয়ের অভিযোগ, গরু পাচারের বিপুল টাকা লগ্নি হয়েছিল এই সংস্থাগুলিতে। সেই সূত্র ধরে অনুব্রত মণ্ডলের আয় বৃদ্ধির তথ্যের উপরও সিবিআই গুরুত্ব দিয়েছে। সিবিআই দেখেছে, ২০১৩-১৪ সালে অনুব্রত মণ্ডলের বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৭ টাকা। পরের বছর থেকেই এই আয় বৃদ্ধি হতে শুরু করে। ২০২১-২২ সালে সেই আয় বেড়ে হয় ১ কোটি ১ লক্ষ ৩ হাজার ৬৬৪ টাকা। অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের আয় গত ২০১৩-১৪ সালে ছিল ৩ লক্ষ ৯ হাজার ৩৯৯ টাকা। ২০২১-২২ সালে ওই আয় বেড়ে হয় ৯২ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। সুকন্যার মা প্রয়াত ছবি মণ্ডলের আয় ২০১৩-১৪ সালে যেখানে ছিল ৪ লক্ষ ৪৫ হজার ২৬০ টাকা, সেখানে ২০২০-২১ সালে ওই আয় গিয়ে দাঁড়ায় ৬১ লক্ষ ১১ হাজার ৯৭০ টাকা। মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে সুকন্যা ও পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্যের হদিশ মিলবে বলে জানিয়েছে সিবিআই।