shono
Advertisement

Breaking News

ক্রিকেট ছেড়ে ডেভিড ওয়ার্নারকে বলিউডে যোগ দিতে বললেন ভক্তরা, জানেন কেন?‌

এদিকে, চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলবেন না ওয়ার্নার।
Posted: 04:41 PM Dec 23, 2020Updated: 04:41 PM Dec 23, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ ব্যাট হাতে তিনি বরাবরই ভয়ংকর। বিপক্ষ বোলারদের ত্রাস। দুরন্ত ব্যাটিংয়ের জন্য যেমন শিরোনামে উঠে আসেন, তেমনই মাঠের বাইরে ডেভিড ওয়ার্নারের (David Warner) কীর্তিও কিন্তু সবাইকে অবাক করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনও না কোনও বলিউড (Bollywood) সিনেমার দৃশ্যে নায়কের চরিত্রে মজা করে অভিনয় করেন। পরে সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম (Instagram) এবং টিকটক (Tiktok) অ্যাকাউন্টে পোস্ট করেন। এখনও পর্যন্ত এরকম বেশ কয়েকটি ভিডিও পোস্টও করেছেন এই অজি বাঁ-হাতি ব্যাটসম্যান। যা তাঁর ভক্তদের বেশ পছন্দও হয়েছে।

Advertisement

সেরকমই একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন ডেভিড ওয়ার্নার। যেখানে তিনি শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘ডন ২’ ছবির একটি সংলাপে অভিনয় করে দেখান। একটি অ্যাপের সাহায্যে কিং খানের জায়গায় নিজের মুখটি বসান। আর তাঁর অভিনয় দেখেই আপ্লুত নেটিজেনরা। অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেন। কেউ কেউ আবার তাঁকে বলিউডে অভিনয় করার আহ্বানও জানান।

[আরও পড়ুন:‌ সপ্তম ‘পিচ্চি’ জয়ের পর পেলের রেকর্ডও ভেঙে দিলেন মেসি, সমর্থকদের দিলেন বিশেষ বার্তা]

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ওয়ার্নার। আর সেটি দেখেই মুগ্ধ হন ভারতীয়রা। একজন লেখেন, ‘‌‘‌আপনি অসাধারণ অভিনয় করছেন। এক্ষুনি ভারতে চলে আসুন।‌’‌’‌। অপর এক ব্যক্তির কথায়, ‘‌‘‌আমরা কি শাহরুখ এবং ওয়ার্নারকে একসঙ্গে দেখতে পারি’‌’‌। কেউ আবার বলেন, ‘‌‘আপনি বলিউডে চলে আসুন।‌’‌’ উল্লেখযোগ্যভাবে, ৯ বছর আগে ২৩ ডিসেম্বরই মুক্তি পেয়েছিল শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ডন ২ সিনেমাটি।

 

এদিকে, ওয়ার্নার ভক্তদের জন্য দুঃসংবাদও রয়েছে। চোটের জন্য প্রথম টেস্টের পর এবার দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন অজি এই ওপেনার। জানা গিয়েছে, তৃতীয় টেস্ট থেকে দলে ঢুকতে পারেন তিনি।‌

[আরও পড়ুন:‌ বছরশেষে বাগদত্তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন চাহাল, দেখুন বিয়ের ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement