সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ডেভিড ওয়ার্নার (David Warner) এগিয়ে চলেছেন প্যাভিলিয়নের দিকে। গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানাচ্ছে। ওয়ার্নারের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ভক্তদের চোখে ভেসে উঠছে তাঁর ক্রিকেটজীবন।
বিদায়ী টেস্ট ম্যাচে ওয়ার্নার জন্ম দিয়ে গেলেন একাধিক আবেগপ্রবণ ছবির। তাঁকে গার্ড অফ অনার দিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিজের হেলমেট-গ্লাভস তুলে দিলেন এক খুদে ভক্তকে। জড়িয়ে ধরলেন উসমান খাওয়াজার মাকে।
সেই কোন ছেলেবেলা থেকে খোয়াজা ও ওয়ার্নারের বন্ধুত্ব। ছোটবেলায় উঠোনে একসঙ্গে খেলতেন তাঁরা। স্থানীয় ক্লাবের ম্যাচে দেখা যেত এই দুই তারকাকে। ব্যাগি গ্রিন টুপিতে একসঙ্গে খেলেছেন খোয়াজা ও ওয়ার্নার। আজকের পরে আর খোয়াজা ও ওয়ার্নার একসঙ্গে টেস্ট খেলবেন না অস্ট্রেলিয়ার জার্সিতে।
[আরও পড়ুন: এমনটাও সম্ভব! মুম্বইয়ের বিরুদ্ধে রনজি খেলতে বিহারের দুই দল! লেগে গেল হাতাহাতি]
খোয়াজা স্মতিরোমন্থন করে বলেন, ”আমার মা-কে জড়িয়ে ধরেছিল ওয়ার্নার। আমাকে যতদিন ধরে চেনে ওয়ার্নার, আমার মাকেও ঠিক ততদিন ধরেই ও চেনে-জানে। আমার মা ওকে শয়তান বলে ডাকে। নিজের ছেলে শয়তান নয়, এটা জেনে ভালো লাগত মায়ের।” পুরনো স্মৃতি ভেসে ওঠে খোয়াজার স্মৃতিতে।
স্ট্যান্ডে বসে খেলা দেখছিলেন খোয়াজার মা। তাঁর মা নীরব সমর্থক ওয়ার্নারের। ওয়ার্নারের বিধ্বংসী সব শটকে সমর্থন জানিয়ে গিয়েছেন তিনি। হতাশার সময়ে সহানুভূতি জানিয়েছেন। কেরিয়ার শেষ করে দেওয়া বিতর্কে ওয়ার্নারের পাশে এসে দাঁড়িয়েছেন। এদিন খোয়াজার মা ও ওয়ার্নারের মিলনান্তক দৃশ্য অনেক পুরনো কথা বলে গেল নীরবে নিভৃতেই।