সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় নয়া মোড়৷ গুজরাট ও রাজস্থানের অভিযুক্ত পুলিশ অফিসারদের মুক্তির বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল বম্বে হাই কোর্ট৷ সোমবার এই রায় ঘোষণা করেন বিচারপতি এএম বদর৷ ফলে মুক্তই রইলেন মামলার অন্যতম অভিযুক্ত তথা গুজরাট এটিএসের প্রাক্তন প্রধান ডিজি বানজারা-সহ আইপিএস অফিসার রাজকুমার পাদিয়ান, পুলিশ অফিসার এন কে আমিন, রাজস্থানের আইপিএস দীনেশ এমএন ও পুলিশ কনস্টেবল দলপৎ সিং রাঠোর৷
[ফের রেকর্ড হারে ডলারের নিরিখে কমল টাকার দাম]
২০০৫-এ গুজরাটে এনকাউন্টারে মৃত্যু হয় সোহরাবুদ্দিন ও তার স্ত্রী কওসর বাইয়ের। ২০০৬-তে এনকাউন্টারে খতম করা হয় সোহরাবুদ্দিনের বিশ্বস্ত তুলসীরাম প্রজাপতিকে৷ ষড়যন্ত্রের অভিযোগ ওঠে, গুজরাট পুলিশের সন্ত্রাস-দমন শাখা ও রাজস্থান পুলিশের বিরুদ্ধে৷ গুজরাট এটিএসের তৎকালীন প্রধান ডিজি বানজারার বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে৷ যদিও পুলিশের খাতায় সোহরাবুদ্দিনকে বিপজ্জনক দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করা হয়৷ বলা হয়, সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ রয়েছে তাঁর৷ ঘটনার তদন্তভার নেয় সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় যে, অপরহণ করেই খুন করা হয়েছে সোহরাবুদ্দিনকে৷ খুন করা হয়েছে তার স্ত্রীকেও৷ ঘটনায়, মূলচক্রী হিসাবে বানজারা এবং গুজরাট ও রাজস্থান পুলিশের আরও চার অফিসারকে গ্রেপ্তার করা হয়৷ অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় মোট ৩৩ জনকে৷ তবে গতবছর মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত থেকেই বেকসুর খালায় পান বানজারা৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় সিবিআই৷
[ফের ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য, মাথায় হাত মধ্যবিত্তের]
এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করেন সোহরাবুদ্দিনের ভাই রুবাবুদ্দিন ও সিবিআই৷ যার মধ্যে, ডিজি বানজারা, পাদিয়ান ও দীনেশ এমএন-এর মুক্তির বিরোধিতা করে মামলা করে সোহরাবুদ্দিনের ভাই এবং বাকি দু’জনের মুক্তির বিরোধিতা করে মামলা দায়ের করে সিবিআই৷ সোমবার সেই মামলারই রায় ঘোষণা করল বম্বে হাই কোর্ট৷
The post বহাল বিশেষ আদালতের রায়, সোহরাবুদ্দিন মামলায় স্বস্তিতে ডিজি বানজারা appeared first on Sangbad Pratidin.