shono
Advertisement

খুনের পর পাশের জেলায় দেহ লোপাট? জমিতে বালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

মৃত বালকের বাড়ি পাশের জেলায়, তদন্তে নেমেছে পুলিশ।
Posted: 04:15 PM Nov 04, 2023Updated: 04:26 PM Nov 04, 2023

অংশুপ্রতিম পাল, খড়গপুর: ব্যাগে মোড়ানো অবস্থায় ধান জমি থেকে উদ্ধার হল এক বালকের মৃতদেহ উদ্ধার। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার নারায়ণগড় থানার খুড়শী গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ পলাশী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশগ্রাম-পোক্তাপোল রাজ্য সড়কের নারায়ণগড় থানার খুড়শি গ্ৰাম পঞ্চায়েতের দক্ষিণ পলাশি এলাকায় ধান জমিতে কাজ করছিলেন কয়েকজন। সেই সময় হঠাৎই ব্যাগে মোড়ানো অবস্থায় কিছু দেখতে পান তাঁরা।

Advertisement

ব্যাগটি খুলে তাঁরা দেখতে পান, ১২ বছর বয়সী একটি বালকের মৃতদেহ (Deadbody) দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর এলাকায় চাউর হতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

[আরও পড়ুন: সন্ধ্যা নামলেই বাড়ির ছাদে বিকট শব্দ, ‘ভূতে’র উপদ্রবে কাঁটা গৃহস্থ]

স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাতে কেউ খুন করে বালকটির মৃতদেহ ব্যাগে ভরে রাস্তার ধারে জমিতে ফেলে দিয়ে গিয়েছেন।  এই ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় নারায়ণগড় (Narayangarh) থানার ওসি-সহ (OC) পুলিশ অধিকারিকরা। ব্যাগে মোড়া অবস্থায় ওই বালকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

[আরও পড়ুন: মুখস্ত দুনিয়ার ফল-ফুল-পাখির নাম! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে হুগলির দুবছরের আহান]

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত নাম ও পরিচয় জানা যায়নি। তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার লক্ষ্মীবাজার এলাকায় বলে পুলিশ জানতে পেরেছে। তার পরিবারে খবর পাঠানো হয়েছে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বালককে কি খুন করা হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তা নিয়ে তদন্ত শুরু করেছে নারায়ণগড় থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার