shono
Advertisement

আর কতদিন পর পুরোপুরি বাতিল হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার নোট?

পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ ডিসেম্বরই শেষ দিন৷ তারপর সত্যি সত্যিই মূল্যহীন হয়ে পড়বে এই নোট৷ The post আর কতদিন পর পুরোপুরি বাতিল হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 AM Nov 30, 2016Updated: 07:48 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ নোট জমা দেওয়ার ক্ষেত্রে হাতে মাত্র আর কটাদিন৷ ৩০ ডিসেম্বরের পর আর কোনও পুরনো নোট জমা দেওয়া যাবে না, জানিয়ে দিল কেন্দ্র৷

Advertisement

৮ নভেম্বর রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তবে পুরনো নোট বদল করতে ও জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন৷ এরমধ্যে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষকে৷ এখনও বহু এটিএমে টাকা নেই৷ ব্যাঙ্ক ও পোস্টঅফিস গুলোতেও টাকা অকুলান৷ এর মধ্যেই মাসপয়লা৷ সমস্ত সরকারি ও বেসরকারি কর্মীরা বেতন পাবেন কি না, সে নিয়েও সংশয় দেখা দিয়েছে৷ এই ইস্যুকে হাতিয়ার করেই প্রশাসনের বিরুদ্ধে বিরোধিতার সুর চড়িয়েছে বিরোধীরা, কিন্তু সমস্ত সমালোচনার মুখেও অনড় কেন্দ্র৷ কোনওরকম সময়সীমাই বাড়ানো হচ্ছে না৷ অর্থাৎ পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ ডিসেম্বরই শেষ দিন৷ তারপর সত্যি সত্যিই মূল্যহীন হয়ে পড়বে এই নোট৷

প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, আরবিআই-এর কাছে পর্যাপ্ত নতুন নোট আছে৷ ফলত পুরনো নোট চালিয়ে যাওযার কোনও পরিকল্পনাই নেই৷ নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জল্পনা চলছিল৷ কিন্তু কেন্দ্র নিজের সিদ্ধান্তে স্থির৷ এর আগে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে৷ তাই এক্ষেত্রে আর কোনও সিদ্ধান্ত পরিবর্তনের পক্ষপাতী নয় প্রশাসন৷

পাশাপাশি, এটিএম গুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোরও নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ মাসমাইনে হিসেবে মোটা অঙ্কের অর্থ আসতে চলেছে৷ আর তাই ঘণ্টায় ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে৷ শহরের বাইরে গ্রামাঞ্চলে টাকার জোগান ঠিক রাখতে ব্যাঙ্কগুলিতে ১০০ টাকার নোট বেশি করে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷

The post আর কতদিন পর পুরোপুরি বাতিল হচ্ছে ৫০০ ও ১০০০ টাকার নোট? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement