shono
Advertisement

ঋণে ডুবে পরিবার, তিন সন্তানকে পুড়িয়ে মারল বাবা

নিজের গায়েও আগুন দেন বিহারের প্রৌঢ়।
Posted: 09:51 AM Feb 18, 2024Updated: 09:51 AM Feb 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলা অবধি ডুবেছে ধারদেনায়। পরিস্থিতি সামলাতে না পেরে তিন সন্তানকে জ্বালিয়ে মারলেন বাবা। পরে নিজের গায়েও আগুন ধরিয়ে দেন। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহার জেলায়। তিন সন্তানের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঘটনাস্থল বিহারের কাটিহার জেলার ভারিন গ্রাম। সেখানকার বাসিন্দা দীনেশ সিংহের তিন সন্তান। ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তিনি। দেনা শোধ করতে না পেরে চরম সিদ্ধান্ত নেন দীনেশ। প্রথমে তিন সন্তানের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। দুই সন্তান রিংকি কুমারী (৯) এবং রাজা কুমার (১২)-এর বাড়িতেই মৃত্যু হয়। শুভঙ্কর কুমার (১৩)-কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দীনেশ সিং।

[আরও পড়ুন: সন্দেশখালিতে নারী নির্যাতন মানল পুলিশ, ‘শাহজাহানের গ্রেপ্তারির দায়িত্ব ইডির’, বললেন রাজীব কুমার]

ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দীনেশ সিং ধারদেনায় ডুবে ছিলেন। আর সেই চাপে মানসিক অবসাদে ভুগছিলেন। প্রথমে তিন সন্তানের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। দুই সন্তানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। হাসপাতালের আরেক সন্তানের মৃত্যু হয়।” জানা গিয়েছে, ঋণে ডুবে ছিলেন দীনেশ। পরিবারের সদস্যরাও তাঁকে একঘরে করে দিয়েছিলেন বলে অভিযোগ। এর পরই চরম পদক্ষেপ করলেন তিনি।

[আরও পড়ুন: উর্দু ভাষা ও সাহিত্যে বিরাট অবদান, জ্ঞানপীঠ পাচ্ছেন গুলজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement