সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সুন্দরী মহিলাদের ফাঁদ! একাকীত্বের সুযোগ নিয়ে চ্যাটবক্সে যৌনতার সুড়সুড়ি! ভারতীয় জওয়ানাদের বিপথে চালনা করতে এবার ছলনার আশ্রয় নিচ্ছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে ভারতীয় মহিলাদের নামে ফেক প্রোফাইল বানিয়ে সেনা জওয়ানদের ফাঁসানোর চেষ্টা চলছে। প্রেমের ফাঁদে ফেলে জওয়ানদের কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর এ খবর টের পেয়েই আধা সামরিক বাহিনীকে সতর্ক করে দিল গোয়েন্দা দপ্তর।
[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]
সেনা সূত্রে খবর, পাকিস্তানী গুপ্তচর সংস্থার চর ফেসবুকে ফেক প্রোফাইল খুলছে। সুন্দরী ভারতীয় মহিলাদের ছবি ও নাম ব্যবহার করে খোলা হচ্ছে প্রোফাইল। সেই প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে ভারতীয় জওয়ানদের। তারপর চেষ্টা করা হচ্ছে তাঁকে প্রেমের ফাঁদে ফাঁসানোর। হাতিয়ার সেক্স-চ্যাট। সেনার একটি সূত্রের তরফে জানানো হয়েছে, “একটি সন্দেহজনক ফেসবুক প্রোফাইল থেকে একাধিক সেনা আধিকারিককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর খবর আমরা পাই। তারপরই পুরো বিষয়টা খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায় পাকিস্তানের গুপ্তচররা ফেক প্রোফাইল বানিয়ে তথ্য হাতানোর চেষ্টা করছে।” এই তথ্য জানার পর সেনার তরফে আধিকারিকদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের দাবি, আধিকারিকদের তরফে সেনা জওয়ানদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের প্রোফাইলগুলি এড়িয়ে চলতে।
[প্রবল বিক্ষোভের জের, ‘পিআরসি’ সিদ্ধান্তে পিছু হঠল অরুণাচল সরকার]
কিছুদিন আগেই পাকিস্তানের পাতা এই হানি ট্র্যাপে পা দিয়েছিলেন সোমবীর নামের এক জওয়ান। সুপরিকল্পিতভাবে ফাঁদ পেতেছিল পাকিস্তান। আইএসআই-এর এক চর সুন্দরী মহিলা সেজে সেনা জওয়ানকে নিজের মোহজালে ফাঁসানোর পরিকল্পনা করেছিল। আর সেই ফাঁদে পা দিয়েই দেশের ক্ষতি করে ফেলেছেন ভারতীয় জওয়ান। সেনা জওয়ানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিশেষ কিছু নিয়মাবলী আছে। তাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চাইলেও পরিচয় গোপন রাখতে হয়। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফুল ইউনিফর্ম পরা ছবি দেওয়াও নিষিদ্ধ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই নিয়ম মানা হচ্ছে না। ভবিষ্যতে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার ভাবনা চিন্তা করছে সেনা।
The post ‘হানি ট্র্যাপ’-এ ভারতীয় জওয়ানদের ফাঁসাচ্ছে পাক গুপ্তচররা, ফাঁস চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.