shono
Advertisement
IPL 2024

ফ্রেসারের ব্যাটিং তাণ্ডবে বাজিমাত দিল্লির, হারের আঁধারে প্লে অফের রাস্তা কঠিন মুম্বইয়ের

১০ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস।
Posted: 07:40 PM Apr 27, 2024Updated: 08:52 PM Apr 27, 2024

দিল্লি ক্যাপিটালস: ২৫৭/৪ (ফ্রেসার ৮৪, ত্রিস্তান ৪৮, বুমরাহ ৩৫/১)
মুম্বই ইন্ডিয়ান্স: ২৪৭/৯ (তিলক ৬৩, হার্দিক ৪৬, রসিখ ৩৪/৩)
১০ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক কতটা রান নিরাপদ আইপিএলে? প্রতিটা দলই এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে চলতি মরশুমে। ২৬১ রান করেও হেরেছে কেকেআর। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে ২৫৭ রান তুলেও বোধহয় স্বস্তির হাসি হাসতে পারেননি দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক। শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি পেলেন ঋষভ পন্থরা। মুম্বইকে ১০ রানে হারিয়ে ম্যাচ জিতে নিল তারা।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক। দিল্লির তপ্ত দুপুরে ব্যাটে আগুন ছোটালেন দিল্লির ওপেনার ফ্রেসার ম্যাকগুর্ক। ম্যাচের প্রথম ওভারেই লুক উডের বলে ১৯ রান নেন অজি ব্যাটার। হার্দিকের ওভারে নিলেন ২০। একটা সময় মনে হচ্ছিল, আইপিএলে সবচেয়ে দ্রুততম শতরান করে ফেলবেন ফ্রেসার। ১৫ বলে ৫০ রানও করে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত ২৭ বলে ৮৪ রান করে থেমে গেলেন। তাঁর দাপটে এক সময় ব্যাটের সুযোগই পাচ্ছিলেন না অভিষেক পোড়েল। সুযোগ পেতেই ৩৬ রান করলেন বাংলার ব্যাটার। দুই ওপেনার আউট হয়ে গেলেও রানের গতি থামেনি। নতুন ব্যাটার নেমেই রুদ্রমূর্তি ধারণ করতে শুরু করেন। শাই হোপ (৪১), ঋষভ পন্থরা (২৯) মুম্বই বোলিংয়ের কোমরটাই ভেঙে দিলেন। শেষ বেলায় ত্রিস্তান স্টাবসের ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে অনায়াসে ২৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় দিল্লি।

[আরও পড়ুন: ‘ওকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ হোক’, পাণ্ডিয়াকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন তারকা]

চলতি আইপিএলের যা অবস্থা, তাতে বিরাট রান তাড়া করতেও ঘাবড়াচ্ছেন না বিপক্ষ টিম। ভয়ডর হীন ক্রিকেট খেললে যেন সহজেই বড় রান তুলে ফেলা যাচ্ছে। মুম্বইও সেভাবেই তাঁদের ইনিংস শুরু করতে চেয়েছিল। কিন্তু যেটা দিল্লির ওপেনাররা করতে পেরেছিলেন, সেটা রোহিত-ঈশানরা করতে পারলেন না। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক মাত্র ৮ রানে আটকে গেলেন। বড় রান পেলেন না ঈশান (২০) আর সূর্যও (২৬)। এদিন ব্যাটিংয়ে নিজেকে অনেকটা উপরে তুলে এনেছিলেন হার্দিক পাণ্ডিয়া (৪৬)। বল হাতে ব্যর্থ হলেও, ব্যাট হাতে কিছুটা পুরনো ঝলক দেখিয়ে গেলেন। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন তিলক বর্মা (৬৩) আর টিম ডেভিড (৩৭)। তাঁরা যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ জয় অসম্ভব হলেও, আশা ছাড়েনি হার্দিক বাহিনী।

কিন্তু সেটা যথেষ্ট ছিল না। মুম্বই ব্যাটারদের কেউই সেই অসম্ভব কাজটি করতে পারলেন না। রশিখ সালাম আর খলিল আহমেদের পেস জুটির সামনে ভেঙে পড়লেন ওয়াধেরা, রোহিতরা। ১০ রানে জিতল দিল্লি ক্যাপিটালস। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে পড়ে রইল মুম্বই। প্লে অফে ওঠার আশা ক্রমশ দূরে চলে যাচ্ছে হার্দিকদের থেকে। 

[আরও পড়ুন: ‘বোলারদের বাঁচাও’, কেকেআর-পাঞ্জাব ম্যাচের মাঝপথেই টুইট অশ্বিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক।
  • মুম্বই দলে শেষ চেষ্টা করেন তিলক বর্মা আর টিম ডেভিড।
  • প্লে অফে ওঠার আশা ক্রমশ দূরে চলে যাচ্ছে হার্দিকদের থেকে। 
Advertisement