shono
Advertisement

Breaking News

বিয়েতে নারাজ, তরুণীকে বেধড়ক মারধর পুলিশকর্তার ছেলের

দেখুন বেধড়ক মারধরের ভিডিও৷ The post বিয়েতে নারাজ, তরুণীকে বেধড়ক মারধর পুলিশকর্তার ছেলের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Sep 14, 2018Updated: 09:10 PM Sep 14, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এক তরুণীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশকর্মীর ছেলের বিরুদ্ধে৷ খাস রাজধানীর এই ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ ভাইরাল এই ভিডিও নজরে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ এরপরই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন রাজনাথ সিং৷ ওই নির্দেশ অনুযায়ী পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে৷

Advertisement

[নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, বাড়ছে মৃতের সংখ্যা]

রোহিত তোমর নামে ওই যুবক দিল্লি পুলিশের সাব-ইনস্পেক্টরের ছেলে৷ তার বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে৷ এবার সামনে এল এক তরুণীকে বেধড়ক মারধরের ঘটনা৷ গত ২ সেপ্টেম্বরের একটি ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পাওয়ার পরই শুরু হয়েছে তোলপাড়৷ ওই ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির উত্তম নগরের একটি অফিসের ভিতর ওই তরুণীকে বেধড়ক মারধর করছে রোহিত৷ ক্রমাগতই চড়-থাপ্পড় মারা হচ্ছে ওই তরুণীকে৷ লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে মেঝেতে৷ শুধু তাই নয়, ওই তরুণীকে চুলের মুঠি ধরে মারধর করা হয়৷ মহিলা হাত জোড় করে ক্ষমাপ্রার্থনা করলেও, কোনও লাভ হয়নি৷  

[আদর্শ বউ হতে চান? বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন পাঠক্রম]

মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই মারধরের ভিডিও৷ ওই ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইয়ে দেন নেটিজেনরা৷

[সকালে দরজি রাতে খুনি, ৩০ জনকে মেরেও নির্লিপ্ত এই সিরিয়াল কিলার]

তা নজর কাড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়েরও৷টুইটের মাধ্যমে দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ককে ঘটনার তদন্তের নির্দেশ দেন তিনি৷ পুলিশ তদন্তে নামে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে, ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল রোহিত৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি হননি৷ ওই তরুণীকে হুমকি দেওয়ার পরই এই কাণ্ড ঘটিয়েছে রোহিত৷ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে৷ রোহিত এবং ওই তরুণী ছাড়া ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি৷ তা সত্ত্বেও কে ওই ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়৷ ওই অজ্ঞাতপরিচয়ের খোঁজও শুরু করেছে পুলিশ৷

The post বিয়েতে নারাজ, তরুণীকে বেধড়ক মারধর পুলিশকর্তার ছেলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement