shono
Advertisement

৩ মার্চই ফাঁসিতে ঝুলছে নির্ভয়ার ধর্ষকরা! স্থগিতাদেশের আবেদন বাতিল দিল্লির আদালতে

রাষ্ট্রপতির কাছে ফের প্রাণভিক্ষার আবেদন পবন গুপ্তার। The post ৩ মার্চই ফাঁসিতে ঝুলছে নির্ভয়ার ধর্ষকরা! স্থগিতাদেশের আবেদন বাতিল দিল্লির আদালতে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:00 PM Mar 02, 2020Updated: 02:12 PM Mar 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার ব্যবধান। আগামিকাল অর্থাৎ ৩ মার্চই ফাঁসি হতে চলেছে নির্ভয়ার ধর্ষকদের। সোমবার এই বিষয় সংক্রান্ত আবেদনের শুনানির সময় এই কথা পরিষ্কার জানিয়ে দিলেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক। তারপরই পবন গুপ্তার আইনজীবী এপি সিং বিচারককে জানান, পবন গুপ্তার তরফে ফের প্রাণভিক্ষা(mercy petition)-র আবেদন জানানো হয়েছে রাষ্ট্রপতির কাছে।

Advertisement

সুপ্রিম কোর্ট ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার পর ফের পাতিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছিল তিন ধর্ষক। ফাঁসির উপর স্থগিতাদেশ জারি করার আরজি জানিয়ে ছিল অক্ষয় ঠাকুর(৩১), পবন গুপ্তা(২৫) ও মুকেশ সিং(৩২)। সোমবার সেই আবেদনের উপর শুনানির পর তা খারিজ করে দেন বিচারক। অন্যদিকে আজই সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যায় পবন গুপ্তার রায় সংশোধনীর আরজি। এর ফলে মঙ্গলবার সকাল ছটার সময় তাদের ফাঁসি হতে আর কোনও সমস্যা রইল না বলে মনে করছেন আইনজীবীরা।

[আরও পড়ুন: দিল্লির হিংসা নিয়ে বিরোধীদের সাঁড়াশি আক্রমণ, প্রথমার্ধ্বে মুলতুবি সংসদের অধিবেশন ]

সোমবার পাতিয়াল হাউস কোর্টের এই নির্দেশের পর খুশি হতে দেখা যায় নির্ভয়ার মাকে। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা আদালতের সময় নষ্ট করার সঙ্গে সঙ্গে সিস্টেমকেও প্রভাবিত করার চেষ্টা করছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা হল না। আগামিকালই ওদের ফাঁসি হচ্ছে।’

[আরও পড়ুন: মুসলিমদের সংরক্ষণ নিয়ে ফাটল মহারাষ্ট্রের জোট সরকারে! শিব সেনা-NCP দ্বন্দ্ব শুরু]

The post ৩ মার্চই ফাঁসিতে ঝুলছে নির্ভয়ার ধর্ষকরা! স্থগিতাদেশের আবেদন বাতিল দিল্লির আদালতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement