রাজধানীতে নির্বাচনী লড়াই শেষ। দিল্লির ৭০ টি বিধানসভা আসনে হয়ে গেল ভোট। তবে ২০১৫-এর তুলনায় এবার ভোটদানের হার বেশ কম। বিকেল ৫টা পর্যন্ত মাত্র ৪৪.৫২ শতাংশ। তবে CAA বিরোধী আন্দোলনের অন্য়তম অকুস্থল শাহিনবাগের মহিলাদের মধ্যে ভোটদানের উৎসাহ ছিল ভালই। আপ কর্মীকে চড় মেরে বিতর্কে জড়ালেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা।৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরে ফের মসনদে ফেরার আশায় লড়াইয়ে শামিল হয়েছিল কেজরিওয়ালের আপ। রাজধানীর শাসন ক্ষমতা নিজেদের হাতে রাখার লক্ষ্য়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও। শেষ হাসি কে হাসে, তার জন্য ১১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওইদিন ফলপ্রকাশ।
বিকেল ৫.৩০: ভোটের হারে সামান্য বৃদ্ধি – ৫৩. ৪ শতাংশ।
বিকেল ৫.১৭: গতবারের তুলনায় দিল্লিতে এবার ভোট পড়ল অনেকটাই কম। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৪৪.৫২ শতাংশ।
বিকেল ৪.২৪: চারটে পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৪২,৭ শতাংশ।
দুপুর ৩.৩০: দিল্লির সঞ্চার ভবনে ভোট দিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত।
দুপুর ৩.১৫: দুপুর তিনটে পর্যন্ত ভোটদানের হার মাত্র ৩০.১৮ শতাংশ।
দুপুর ২.৫১: শেষ বেলায় ভোট দিতে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নিউ দিল্লি কেন্দ্রের কামরাজ লেনের বুথে দিলেন ভোট।
দুপুর ১.৩৭: দুপুর ১টা পর্যন্ত দিল্লিতে ভোটদানের হার ১৯.৩৭ শতাংশ।
দুপুর ১.২৪: ভোট দিলেন মুকুল রায়।
দুপুর ১২.৫৫: মা-বাবার সঙ্গে লোধি এস্টেটের ভোটকেন্দ্রে গিয়ে প্রথমবার ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রাইহান। বললেন, ”প্রথমবার গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নিয়ে খুব ভাল লাগছে। দিল্লিবাসীর প্রত্যেকে যেন ভালভাবে গণপরিষেবা পান এবং পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ভরতুকি বাড়িয়ে দেওয়া হয়, এটাই আমি চাই।”
দুপুর ১২.২৯: নির্বাচনী এলাকাগুলিতে যৌথ ফ্ল্যাগ মার্চ পুলিশ এবং আধাসেনা বাহিনীর। ইস্টার্ন রেঞ্জের যুগ্ম কমিশনার অলোক কুমার আশ্বস্ত করেন যে ভোটপ্রক্রিয়া মসৃণ করতে যথেষ্ট নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
দুপুর ১২.২১: ভোট চলাকালীন শাহিনবাগে অগ্নিকাণ্ড। একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন।
দুপুর ১২.১৮: নিউ দিল্লি কেন্দ্রের নির্মাণ ভবনে ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
দুপুর ১২.১৫: দিল্লিতে ১২টা পর্যন্ত ভোট পড়ল ১৫.৬৮ শতাংশ।
সকাল ১১.৫২: ঔরঙ্গজেব লেনের বুথে ভোট দিলেন লালকৃষ্ণ আডবাণী ও তাঁর মেয়ে প্রতিভা।
সকাল ১১.৪৮: চাণক্যপুরীর ভোটকেন্দ্র ঘুরে দেখলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা।
সকাল ১১.৪২: সকাল ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়ল ৬.৯৬ শতাংশ।
সকাল ১১.৩৮: ভোটের কাজ করতে এসে মৃত্যুর মুখে পোলিং অফিসার উধম সিং। বাবরপুরের এক ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৬টা নাগাদ বুকে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উধম সিং পেশায় শিক্ষক ছিলেন।
[আরও পড়ুন: মদ-মহিলা-ভায়াগ্রা: জঙ্গি-যোগে ধৃত কাশ্মীরের পুলিশ কর্তার ‘রঙিন’ কাহিনি]
সকাল ১১.৩৪: দিল্লির ভোট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। ভোটকেন্দ্রে কং-আপের সংঘর্ষ। আপ কর্মীকে সপাটে চড় মারার অভিযোগ কংগ্রেস প্রার্থীর অলকা লাম্বার বিরুদ্ধে। অলকা আগে আম আদমি পার্টিরই সদস্য ছিলেন। দলের ব্যাজ পরে বুথে যাওয়ায় বিধিভঙ্গের অভিযোগ তাঁর বিরুদ্ধে।
সকাল ১১.০৩: পরিবারের সকলকে নিয়ে গিয়ে ভোট দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। বললেন, ”প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।”
সকাল ১১: একই বুথে ভোটদান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। মাকে সঙ্গে করে নিয়ে গেলেন প্রিয়াংকা। ভোট দিলেন রাহুল গান্ধীও।
সকাল ১০.৪৩: নিউ দিল্লি কেন্দ্রের নির্মাণ ভবনের বুথে ভোট দিলেন সস্ত্রীক মনমোহন সিং। এই কেন্দ্র থেকে লড়ছেন অরবিন্দ কেজরিওয়াল।
সকাল ১০. ৩৭: বয়স ১১১ বছর। হুইল চেয়ারে চড়ে গ্রেটার কৈলাস কেন্দ্রের চিত্তরঞ্জন পার্কের এক স্কুলে ভোট দিতে গেলেন প্রবীণতম ভোটার কালীতারা মণ্ডল।
সকাল ১০.২৬: রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা।
সকাল ১০.১৫: বিয়ের আসর থেকে সোজা ভোটকেন্দ্রে। শকরপুরের বুথে পরিবার-সহ ভোট দিলেন নবদম্পতি।
সকাল ১০. ১০: দিল্লিতে সকাল ১০টা পর্যন্ত ভোটদানের হার ৪.৩৩ শতাংশ, জানাল নির্বাচন কমিশন।
সকাল ৯.৫০: দিল্লির সিভিল লাইনসের বুথে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের সদস্যরা। এবারও জয় নিয়ে আশাবাদী তিনি।
সকাল ৯.৩৭: ভোট দিলেন রাজিন্দর নগরের আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা।
সকাল ৯.৩০: মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ভোট দিতে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। নিউ দিল্লি কেন্দ্রের আপ প্রার্থী তিনি।
সকাল ৯.১৯: নিউ দিল্লি কেন্দ্রের সর্দার প্যাটেল বিদ্যালয়ে কাজ করছে না ইভিএম।
সকাল ৯.০৫: চাঁদনি চকের কংগ্রেস প্রার্থী অলক লাম্বা ভোট দিলেন টেগোর গার্ডেনের ১৬১ নং বুথে। আপ এবং বিজেপি প্রার্থীকে হারানো নিয়ে আত্মবিশ্বাসী তিনি।
সকাল ৮.৫৩: গ্রেটার কৈলাসের ভোট কেন্দ্রে সস্ত্রীক ভোট দিলেন উপরাজ্যপাল অনিল বৈজল।
সকাল ৮.৫০: বৃদ্ধা মাকে হুইলচেয়ারে বসিয়ে কৃষ্ণা নগরের রতনদেবী পাবলিক স্কুলে ভোট দিতে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
সকাল ৮.৪৮: যান্ত্রিক গোলযোগ, দিল্লির যমুনা নগরের C10 ব্লকে এখনও ভোট শুরু হতে পারল না।
সকাল ৮.৩৮: ভোটের লাইনে বিচারপতি আর ভানুমতী। তুঘলক ক্রেসেন্ট রোডে NDMC স্কুলে ভোটদান।
সকাল ৮.৩৪: মাটিয়ালা বিধানসভা এলাকায় ইভিএমের বোতাম টিপলেন বিতর্কিত বিজেপি নেতা পরবেশ বর্মা।
[আরও পড়ুন: আইআরসিটিসি টিকিটের কালোবাজারি, আয়ের অধিকাংশ যাচ্ছে সন্ত্রাসবাদীদের হাতে]
সকাল ৮.২১: তুঘলক ক্রেসেন্ট রোডে NDMC স্কুলে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বললেন, ”প্রত্যেক নাগরিকের জাতীয় কর্তব্য ভোট দেওয়া। সকলে আসুন, নিজের ভূমিকা পালন করুন।”
সকাল ৮.১৭: করোলবাগের বুথে বিজেপি নেতা রাম মাধব। লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে কথা বললেন।
সকাল ৮.১০: প্রতাপগঞ্জের ভোটকেন্দ্রে দিল্লির বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা এই কেন্দ্রের আপ প্রার্থী মনীশ শিসোদিয়া। বললেন, ”এবার দিল্লিবাসী ভোট দেবেন সন্তানদের আরও উন্নত ব্যবস্থার মধ্যে দিয়ে শিক্ষাদানের লক্ষ্যে।
সকাল ৮.০৪: দিনের শুরু থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন।
সকাল ৮ : কড়া নিরাপত্তাবলয়ে দিল্লিতে শুরু ভোটগ্রহণ পর্ব। ভোট চলছে ৭০ টি বিধানসভা আসনে। মোট বুথ ১৩৭৫০, স্পর্শকাতর বুথের সংখ্য়া ৪ হাজারেরও কাছাকাছি।
[আরও পড়ুন: নির্বাচনের আগে ইষ্টনাম জপ, শেষবেলায় মন্দিরে কেজরিওয়াল-মনোজ]
সকাল ৭.৪০: ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন ভোটাররা। তাঁদের পরিচয়পত্র পরীক্ষা করে নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
সকাল ৭.৩৫: ইভিএম নিয়ে বিভিন্ন বুথে রওনা ভোটকর্মীরা। তাঁদের সুবিধার্থে ভোর ৪টে থেকে শুরু হয়েছে মেট্রো চলাচল।
The post দিল্লি নির্বাচন ২০২০: উৎসাহে ভাঁটা আমজনতার, ভোটদানের হার অনেকটাই কম appeared first on Sangbad Pratidin.