সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলার চূড়ান্ত শুনানির আগে লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে হবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। নির্দেশিকা দিল দিল্লি হাই কোর্ট। আদালতের বক্তব্য, আগামী দিনে কোন যুক্তিতে ওই দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে চান রাহুল গান্ধীরা, সেটা একটি 'শর্ট নোটে'র মাধ্যমে জানাতে হবে।
দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি নীনা বনশল কৃষ্ণ নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে নিজেদের যুক্তি শর্ট নোট আকারে জমা দিতে হবে রাহুল-সোনিয়াদের। একই নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতা তথা এই মামলার মূল মামলাকারী সুব্রহ্মণ্যম স্বামী। তিনজনকেই শর্ট নোট-সহ ১৫ হাজার টাকা জমা দিতে হবে আদালতে। আগামী ২৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
[আরও পড়ুন: বাইডেনের পরে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা? রয়েছেন একাধিক চ্যালেঞ্জার]
সুব্রহ্মণ্যম স্বামীর করা ন্যাশনাল হেরাল্ড মামলায় বেশ কিছুদিন ধরেই চাপে কংগ্রেস-সহ গান্ধী পরিবার। এর আগে ২০২২ সালে এই মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দুজনকেই পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রাহুলকে পাঁচদিনে প্রায় ৫৩ ঘণ্টা এবং সোনিয়াকে ৩ দিনে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, এই সংক্রান্ত দুর্নীতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সোনিয়া-রাহুলরা। তাঁদের বয়ানেও মিল রয়েছে।
[আরও পড়ুন: ১০০ দিনের কাজের চাহিদা বেশি ‘ধনী’ রাজ্যগুলিতেই, তথ্য দিল কেন্দ্র]
সূত্রের দাবি, রাহুল গান্ধী যেমন বলেছিলেন ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত যাবতীয় হিসাব দেখতেন মতিলাল ভোরা। সোনিয়া গান্ধীও একই ভাবে বলেছেন, মতিলাল ভোরাই সমস্ত হিসাব নিকেশ দেখাশোনা করতেন। লেনদেনের ব্যাপারটিও তাঁর উপরেই ছাড়া ছিল। সমস্যা হল মতিলাল ভোরা কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন। রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, ন্যাশনাল হেরাল্ড থেকে তাঁর সংস্থা ইয়ং ইন্ডিয়া (Young India) কোনও টাকা তুলেছে কিনা? সেই প্রশ্নের জবাবে কংগ্রেসে নেতা জানান, ইয়ং ইন্ডিয়া একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখান থেকে একটি টাকাও কারও ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়নি। সোনিয়াও ইডিকে একই বয়ান দিয়েছেন বলে দাবি সূত্রের। যার ফলে রাহুল এবং সোনিয়ার বয়ানে তেমন অসঙ্গতি পাননি ইডি কর্তারা।