shono
Advertisement

কোটার পর দিল্লি, হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী আইআইটির ছাত্র

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
Posted: 04:48 PM Jul 09, 2023Updated: 04:48 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ঘর থেকে উদ্ধার হল দিল্লি আইআইটির (Delhi IIT) এক পড়ুয়ার ঝুলন্ত দেহ! পুলিশ প্রাথমিক ধারনা, শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ছাত্রের পরিবারকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আয়ুষ আশনা। ২০ বছরের ওই যুবক উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। চলতি বছরেই দিল্লি আইআইটি থেকে বি-টেক পরীক্ষা দিয়েছিলেন। গতকাল গভীর রাতে হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন। সকালে খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয়েছে মৃত যুবকের পরিবারকে। ঠিক কী কারণে আত্মঘাতী হলেন তিনি, তা এখনও তা স্পষ্ট নয়। ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: ‘ভারত থেকে খ্রিস্টধর্মকে মোছা যাবে না’, মণিপুর নিয়ে মোদি সরকারকে তোপ কেরলের আর্চবিশপের]

উল্লেখ্য, গতকালই রাজস্থানের কোটায় আত্মঘাতী হয়েছেন আইআইটিতে ভরতির জন্য প্রস্তুতি নেওয়া এক পড়ুয়া। ১৭ বছরের ওই ছাত্রের নাম বাহাদুর সিং। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের রামপুরে। মাস দুয়েক আগেই কোটায় কোচিং সেন্টারে ভরতি হয়েছিলেন। এক বন্ধুর সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকছিলেন। কাজ থাকায় শুক্রবার বন্ধুটি ভাড়ার বাড়িতে ছিলেন না। শনিবার সকালে বাড়ি ফিরে তিনি দেখেন, দরজা ভিতর থেকে আটকানো। পুলিশ এসে দরজা ভেঙে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

[আরও পড়ুন: সামান্য বচসার জের, কর্মচারীকে পুড়িয়ে মারল দোকানের মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement