shono
Advertisement

ডেটিং অ্যাপে আলাপ, তরুণীকে বাড়িতে ডেকে ধর্ষণে অভিযুক্ত যুবক

অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
Posted: 03:34 PM Oct 26, 2023Updated: 03:34 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটিং অ্যাপে আলাপ হয়েছিল তরুণীর সঙ্গে। সেই বান্ধবীকেই ধর্ষণে অভিযুক্ত হলেন দিল্লির (Delhi) বাসিন্দা এক যুবক। তরুণীর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তাঁকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাম্বল নামের একটি ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। এর পর তরুণীকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি আলাপ হয় যুবকের সঙ্গে। সেদিন দীর্ঘ সময় তাঁরা কথা বলেন। পরদিনই তরুণীর সঙ্গে দেখা করতে চান যুবক। বেশি রাতে দেখা করতে চান তিনি।

[আরও পড়ুন: উৎসবেও রেহাই নেই! দাদুর সঙ্গে দশেরা অনুষ্ঠানে গিয়ে ‘ধর্ষিতা’ ৩ বছরের শিশুকন্যা]

১৮ জানুয়ারি সন্ধেবেলা একটি চায়ের দোকানে দুজনের দেখা হয়। এর পর জোর করায় যুবকের বসন্ত নগরের বাড়িতে যান তরুণী। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ৩৭৬ ধারায় মামলা করা হয়েছে যুবকের বিরুদ্ধে। পরবর্তী বিস্তারিত তদন্ত চলছে।

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাজধানীর বাসিন্দা এক যুবক অভিযোগ করেন, এক প্রতারক মহিলা তাঁর বাড়িতে ডাকাতি চালিয়েছে। এক্ষেত্রেও ডেটিং বাম্বলে আলাপ হয়েছিল উভয়ের। এর পর যুবকের বাড়িত ঢোকার সুযোগ পেয়ে তাঁকে মাদক খাইয়ে দামি স্মার্টফোন, গয়না নিয়ে পালিয়ে যান তরুণী। এছাড়াও যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা গায়েব করে দেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement