সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি করছিলেন। মাঝরাত পর্যন্ত রেস্তরাঁতে চলছিল হুল্লোড়। কিন্তু জন্মদিনেই রেস্তরাঁর কর্মীর হাতে খুন হলেন যুবক। দিল্লির (Delhi) এই ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম যতীন। ২৩ বছর বয়সি ওই যুবক একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন। মঙ্গলবার তাঁর জন্মদিনে ছিল। বিশেষ দিন পালন করতে দিল্লির পিতামপুরার একটি মলে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানকার একটি রেস্তরাঁতে গিয়ে পার্টি করছিলেন সকলে মিলে।
[আরও পড়ুন: জাতীয় দলে অভিষেক আরও এক বঙ্গপেসারের, টেস্ট ক্যাপ পেয়েই প্রণাম মাকে]
কিন্তু পার্টি চলাকালীনই রেস্তরাঁ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় যতীন ও তাঁর বন্ধুদের। কোনও বিষয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। তর্কাতর্কির মধ্যেই যতীনকে ধারাল অস্ত্রের কোপ মারেন রেস্তরাঁর এক কর্মী। বাঁচাতে গিয়ে আহত হন যতীনের দুই বন্ধুও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিশেষ দল গঠন করে শুরু হয়েছে তদন্ত। রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আপাতত ছজনকে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছে ওই রেস্তরাঁর মালিকও। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়, গোটা বিষয়টি দুর্ঘটনা বলে মনে করা হয়েছিল প্রাথমিকভাবে। পরে গোটা ঘটনা জেনে খুনের মামলা দায়ের হয়েছে।