shono
Advertisement

কর্মফল! কোটি টাকা লুটের পর লক্ষ টাকা মন্দিরে দিতে গিয়ে পুলিশের জালে দুষ্কৃতীরা

দিল্লির খাটুশ্যাম মন্দিরে এক লক্ষ টাকা দান করতে যায় দুষ্কৃতীরা।
Posted: 12:54 PM Mar 13, 2022Updated: 12:54 PM Mar 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে অপরাধ, পরে প্রায়শ্চিত্য।  তারপর কর্মফল। এই বোধহয় নিয়তি ছিল দিল্লির একদল ডাকাতের। কোটি টাকা লুট করে লক্ষ টাকা মন্দিরে দান করতে গিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশের হাতে বমাল ধরা পড়ল প্রত্যেকে।

Advertisement

ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, মার্চ মাসের ৩ তারিখে দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা। বন্দুক তাক করে ব্যবসায়ী এবং তাঁর কর্মীদের মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেওয়া হয়। দিল্লির সিভিল লাইনের কাছে ঘটেছিল এই ঘটনাটি। চাঁদনি চক থেকে ফিরছিলেন ব্যবসায়ী এবং তাঁর সঙ্গীরা। তখনই ডাকাতদের কবলে পড়েন।

[আরও পড়ুন: সুস্থতার পথে এগোচ্ছে দেশ, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশের কম

ঘটনার প্রায় এক সপ্তাহ পরে দিল্লির খাটুশ্যাম মন্দিরে এক লক্ষ টাকা দান করতে যায় ডাকাতরা। তখনই মন্দিরের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে তাঁদের শনাক্ত করা হয়। অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশ (Delhi) । তদন্তকারী অফিসারদের খুব বেশি বেগ পেতে হয়নি। ট্রান্স-যমুনা এলাকার কাছেই ডাকাতদের ডেরার সন্ধান পাওয়া যায়। সেখান নেই বমাল সকলকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাই হওয়া এক কোটি টাকার পুরোটাই পাওয়া গিয়েছে। পাশাপাশি ব্যবসায়ী এবং কর্মীদের সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পরিকল্পনা করেই এই ডাকাতি করা হয়েছিল। ডাকাত দলের সঙ্গে ছিল ব্যবসায়ীর এক পুরনো কর্মচারী। তার সঙ্গে আলোচনা করেই ছক কষে দুষ্কৃতীরা। কিন্তু মন্দিরে দান ধর্ম করতে গিয়েই পুলিশের হাতে ধরা পড়ে গেলেন সকলে। এভাবে যে ছিনতাই হওয়া টাকা ফেরত পেয়ে যাবেন, তা ভাবতে পারেননি ব্যবসায়ী। যেন স্বয়ং ঈশ্বর তাঁর হারানো ধন-সম্পত্তি  এভাবে ফিরিয়ে দিলেন, এমনই মনে করছেন তিনি।

[আরও পড়ুন: নেতাজির অন্তর্ধান রহস্য: দেশ-বিদেশের গোপন ফাইলগুলি সংগ্রহের নির্দেশ কেন্দ্রের]   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার