shono
Advertisement
Tamil Nadu temple

প্রণামী বাক্সে পড়ল ভক্তের আইফোন, 'এটা ভগবানেরই', আজব দাবি মন্দির কর্তৃপক্ষের

যুবকের হাজারো কাকতি-মিনতিতেও কাজ হয়নি।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:25 PM Dec 21, 2024Updated: 05:25 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে প্রণামী দেওয়ার জন্য টাকা বের করছিলেন। কিন্তু হাত ফসকে টাকার বদলে প্রণামী বাক্সে পড়ে যায় ভক্তের আইফোন! সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান ওই যুবক। কিন্তু সেখান থেকে সাফ জানানো, প্রণামী বাক্সে একবার কিছু পড়লে সেটা ভগবানের হয়ে যায়। যুবকের হাজারো কাকতি-মিনতিতেও কাজ হয়নি। কর্তৃপক্ষের আজব দাবিতেই তুলকালাম বেঁধে যায় তামিলনাড়ুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে। 

Advertisement

জানা গিয়েছে, গত মাসে দীনেশ নামে এক যুবক পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি। ভুল করে দামি আইফোনটাই পড়ে যায় বাক্সের ভিতরে। দীনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা ফোন ফেরত দিতে অস্বীকার করে। জানানো হয়, এই প্রণামী বাক্স দুমাসে একবার খোলা হয়। এখন আর কোনওভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন প্রণামী বাক্সটি খোলার।

সেই মতোই শুক্রবার ফের মন্দিরে যান। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করে। বলে, মোবাইল এখন ভগবানের হয়ে গিয়েছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এনিয়ে একপ্রস্থ তর্কও হয়। কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ। দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মন্দিরে প্রণামী দেওয়ার জন্য টাকা বের করছিলেন। কিন্তু হাত ফসকে টাকার বদলে প্রণামী বাক্সে পড়ে যায় ভক্তের আইফোন!
  • সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান ওই যুবক।
  • কিন্তু সেখান থেকে সাফ জানানো, প্রণামী বাক্সে একবার কিছু পড়লে সেটা ভগবানের হয়ে যায়।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার