shono
Advertisement

নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ায় ক্ষমাপ্রার্থী ১২০০ জন

কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে জানেন? The post নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ায় ক্ষমাপ্রার্থী ১২০০ জন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Mar 15, 2017Updated: 09:56 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর বিভাগ অন্তত ৫৭০টি ফৌজদারি মামলা রুজু করেছে৷ যা গতবছরের চেয়ে অন্তত তিনগুণ বেশি বলে সূত্রের খবর৷ যাঁরা কর ফাঁকি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে লাগাতার অভিযান৷ উদ্ধার হয়েছে প্রচুর কালো টাকা৷

Advertisement

[মণিপুরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বীরেন সিং]

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত ১২০০ জন অভিযুক্ত কর ফাঁকি দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন আয়কর বিভাগের কাছে৷ আয়কর বিভাগের এক কর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর অভিযুক্তদের ধরপাকড়ে গতি এসেছে৷ ২০১৭-র জানুয়ারি পর্যন্ত অন্তত ৫৭০টি ফৌজদারি মামলা রুজু হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কর ফাঁকি ও আর্থিক তছরুপের মতো অভিযোগ রয়েছে৷ গতবছরে দেশের বিভিন্ন আদালতে ১৯৬টি মামলা দায়ের হয়েছিল৷ আয়কর আইনের আওতায় কর ফাঁকি দিলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে, সঙ্গে জরিমানা ও সুদ জমা দিতে হতে পারে৷

শুধু গোয়া ও কর্নাটকেই আয়কর বিভাগ ৮৫০ জনকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে নোটিস পাঠিয়েছে৷ কয়েকটি নোটিস তো আবার রাজনৈতিক নেতাদের বাড়ি ও সদর দফতরেও পৌঁছে গিয়েছে৷ প্রধানমন্ত্রীর নির্দেশ, কর ফাঁকি দিলে প্রভাবশালীদেরও রেয়াত নয়, বলছেন আয়কর কর্তারা৷ তেলেঙ্গানার এক বিধায়কের কাছ থেকে ৫০০ কোটি কালো টাকা মিলেছে৷ তবে অভিযুক্তদের কাছে ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে হিসাব বহির্ভূত আয়-সহ আত্মসমর্পণ করার সুযোগ রয়েছে৷

[প্রকৃতির জোর ডাক? এবার রেস্তরাঁ-হোটেলে ৫ টাকা দিলেই হিল্লে]

The post নোট বাতিলের পর কর ফাঁকি দেওয়ায় ক্ষমাপ্রার্থী ১২০০ জন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement