shono
Advertisement

‘ক্যাশলেস’লেনদেনে বাড়ছে সাইবার হামলার আশঙ্কা!

একেই মিলছে না পর্যাপ্ত নগদ, তার উপর আবার সাইবার হানার আশঙ্কা... The post ‘ক্যাশলেস’ লেনদেনে বাড়ছে সাইবার হামলার আশঙ্কা! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:47 PM Dec 04, 2016Updated: 06:17 PM Dec 04, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো এটিএম বা ব্যাঙ্ক-ডাকঘর থেকে পর্যাপ্ত টাকা মিলছে না৷ গোদের উপর বিষফোড়া হয়ে দেখা দিল সাইবার হামলার আশঙ্কা৷ সাইবার সিকিউরিটি এজেন্সি ‘ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম’ বা আইএনসিইআরটি দেশের সমস্ত শীর্ষ ব্যাঙ্ক, গ্রাহক ও ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করল রবিবার, খবরটি জানিয়েছে পিটিআই৷

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করার পর থেকেই মাইক্রো এটিএম, পয়েন্ট অফ সেল (পিওএস) কাউন্টারে সাধারণ মানুষের ঢল নেমেছে৷ আইএনসিইআরটি-র আশঙ্কা, মাইক্রো এটিএম, পিওএস সিস্টেমে ম্যালওয়ার হামলা চালাতে পারে হ্যাকাররা৷ মাইক্রো অটোমেটেড টেলার মেশিন(এটিএম) ও পয়েন্ট অফ সেল(পিওএস) টার্মিনাল- এই দুই ক্ষেত্রেই হামলার আশঙ্কা সবচেয়ে বেশি বলে নোডাল এজেন্সির আশঙ্কা৷ হ্যাকিং রুখতে ও দেশের ইন্টারনেট ডোমেনকে নিরাপদ রাখতে প্রতিনিয়ত নজরদারি চালায় সিইআরটি৷

মাইক্রো এটিএমের আকার ছোট বাক্সের মতো, ওজন মেরে-কেটে ৫০০ গ্রাম। কোথাও কেনাকাটির পর যে মেশিনে ডেবিট এবং ক্রেডিট কার্ড সোয়াইপ করা হয় সেটাই মাইক্রো এটিএম। এই মাইক্রো এটিএম কাজ করে ইন্টারনেটের মাধ্যমে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সারা দেশে মাইক্রো এটিএমের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে৷ মাইক্রো এটিএমের সাহায্যে প্রত্যন্ত এলাকায় সহজেই টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷ কেওয়াইসি আপডেট করা সহ নতুন অ্যাকাউন্ট খোলা বা অন্য কোনও অ্যাকাউন্টে টাকা পাঠানো, টাকা তোলা সবই করা যায় এই মাইক্রো এটিএম থেকে। সাধারণত, আধার কার্ড বা কোনও বৈধ পরিচয়পত্র থাকলে মাইক্রো এটিএম থেকে টাকা তোলা যায়।

মাইক্রো এটিএমের সঙ্গে মূল ব্যাঙ্কের যোগাযোগ থাকে জিপিআরএস নেটওয়ার্কের মাধ্যমে৷ তাদের নিরাপত্তার দিকে বাড়তি নজরদারি দেওয়া দরকার বলে উল্লেখ করেছে সিইআরটি৷ নিরাপত্তা ঢিলেঢালা হওয়ায় হ্যাকাররা সহজেই হামলা চালাতে পারে মাইক্রো এটিএম সিস্টেমে, আশঙ্কা কেন্দ্রের৷ একইভাবে পিওএস সিস্টেমে টেক্সট ফরম্যাটে তথ্য থেকে যায় বলে হামলাকারী বা ‘মেমোরি স্ক্র্যাপাররা’ আক্রমণ করতে পারে সতর্ক করে দিয়েছে সিইআরটি৷ পয়েন্ট টু পয়েন্ট এনক্রিপশন ব্যবহার করে ডেটা এনক্রিপট রাখার পরামর্শও দিয়েছে ওই নোডাল সংস্থা৷

The post ‘ক্যাশলেস’ লেনদেনে বাড়ছে সাইবার হামলার আশঙ্কা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement