shono
Advertisement
Australia

'সত্যিই সুস্বাদু', পার্টিতে সহকর্মীদের স্তন্যপানের 'অফার' তরুণীর! ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়ায়

ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
Published By: Biswadip DeyPosted: 12:23 AM Dec 20, 2024Updated: 12:23 AM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটে কত কিছুই ভাইরাল হয়। এই মুহূর্তে নেটপাড়ায় শোরগোল ফেলেছে একটি ভিডিও। অস্ট্রেলিয়ার এক ইনফ্লুয়েন্সার সারা স্টিভেনশন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, একটি বোটে জলে ভাসার সময় তিনি সকলকে নিজের স্তন্য অফার করছেন! যা কেউ গ্রহণ করছে, কেউ বা প্রত্যাখ্যান। ভিডিও দেখে নেটিজেনদের মধ্যেও 'নানা মুনির নানা মত'।

Advertisement

ভিডিওটি পোস্ট করে সারা লিখেছেন, 'যারা আপনার টাটকা পাম্প করা স্তনদুগ্ধ পান করতে অনিচ্ছুক হয়, তাদের কি সত্যিকারের বন্ধু বলা যায়? আমি ও আমার কাজের টিম কি একটু বেশিই ঘনিষ্ঠ? তাকে ট্যাগ করুন যাকে আপনি আপনারটি পান করাতে চান। বলে রাখা ভালো, এটা কিন্তু সত্যিই সুস্বাদু।' ভিডিওয় দেখা যাচ্ছে, একটি বোটে রয়েছেন সারা। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর টিমের লোকজন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর নিজের ছেলে ও স্বামীও। তিনি একটি ব্রেস্ট পাম্পের সাহায্যে স্তন্য বের করে গ্লাসে গ্লাসে তা পৌঁছে দিচ্ছেন সকলের কাছে। তাঁর স্বামী ও বড় ছেলে তা পান করতে রাজি হননি। আবার কেউ কেউ ঔৎসুক্য নিয়েই তা পান করছেন।

এমন ভিডিও যে দ্রুত ভাইরাল হবে তা স্বাভাবিকই। নানা নেটিজেনকে নানা ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে। একজন যেমন লিখছেন, 'আমি তো সকালের চায়ে এটা মিশিয়ে খেয়ে দেখেছি।' অন্য একজনকে লিখতে দেখা যাচ্ছে, 'আমি আমার তিন সন্তানকে স্তন্যপান করিয়েছি। কিন্তু নিজে কখনও খেয়ে দেখিনি।' আবার আরেকজনের মন্তব্য, 'আমি একবার এক মিষ্টি খুদের সিরিয়ালে মেশানো স্তনদুগ্ধ পান করে দেখেছিলাম। এবং চমকে গিয়েছিলাম সেটি এমন সুস্বাদু দেখে।' ভিডিও দেখে একজন আবার জানাচ্ছেন, 'জানি, সবই প্রকৃতি। কিন্তু আপাতভাবে কেমন যেন বন্য দেখাচ্ছে ব্যাপারটা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্ট্রেলিয়ার এক ইনফ্লুয়েন্সার সারা স্টিভেনশন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।
  • সেখানে দেখা যাচ্ছে, একটি বোটে জলে ভাসার সময় তিনি সকলকে নিজের স্তন্য অফার করছেন!
  • যা কেউ গ্রহণ করছে, কেউ বা প্রত্যাখ্যান। ভিডিও দেখে নেটিজেনদের মধ্যেও 'নানা মুনির নানা মত'।
Advertisement