shono
Advertisement

নোট বাতিলের জেরেই কমতে পারে আর্থিক বৃদ্ধি, আশঙ্কায় SBI

এতদিন পর কেন এমনটা মনে করা হচ্ছে? The post নোট বাতিলের জেরেই কমতে পারে আর্থিক বৃদ্ধি, আশঙ্কায় SBI appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Jun 12, 2017Updated: 03:38 PM Jun 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকে সরব হয়েছিল বিরোধীরা৷ তা নিয়ে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-তে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল খোদ রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত প্যাটেলকে৷ আর এবার দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-ও আশঙ্কা প্রকাশ করল, নোট বাতিলের ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে৷

Advertisement

[যোগীর রাজ্যেই একটি গ্রামের নাম পাল্টে হচ্ছে ‘পাক অধিকৃত কাশ্মীর’!]

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা এলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন৷ প্রধানমন্ত্রী হওয়ার পর, গত বছরের ৯ নভেম্বরে কালো টাকা উদ্ধারের লক্ষ্যে এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন তিনি৷ রাতারাতি বাতিল করে দেওয়া হয় ৫০০ ও ১০০০ টাকার নোট৷ বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে নগদের আকাল দেখা দেয়৷ ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তুলতে গিয়ে চরম হয়রানিতে পড়তে হয় সাধারণ মানুষ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয় তৃণমূল-সহ দেশের সবকটি বিরোধী দল-ই৷ এ বিষয়ে সংসদের পাবলিক অ্যাকাউন্স কমিটি বা পিএসি-তে প্রশ্নের মুখে পড়েন খোদ রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর উর্জিত প্যাটেল৷ যদিও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ধীরে ধীরে পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসে৷

[জুনেই আমেরিকা সফরে মোদি, বৈঠক ট্রাম্পের সঙ্গে]

কিন্তু, এই নোট বাতিলের সিদ্ধান্ত আগামী দিনে ভারতীয় অর্থনীতি কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দিহান স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা SBI৷ তাদের আশঙ্কা, নোট বাতিলের সিদ্ধান্তে ফলে ভারতে আর্থিক বৃদ্ধির হার কমতে পারে৷ যার কুপ্রভাব পড়তে পারে ব্যাঙ্কিং পরিষেবাতেও৷

[গুজরাটে ওঝাদের সংবর্ধনা বিজেপির, দুই মন্ত্রীর হাজিরাতে বিতর্ক]

জানা গিয়েছে, নোট বাতিলের পর এখন সেভিংস ও ক্যারেন্ট অ্যাকাউন্ট খুলে সঞ্চয়ের প্রবণতা অনেক বেড়েছে৷ ফলে বিভিন্ন মেয়াদী সঞ্চয়ের উপর সুদের হার কমাতে বাধ্য হয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ স্টেট ব্যাঙ্কের আশঙ্কা, আগামী দিনে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্ক ও অন্যান্য ঋণপ্রদানকারী সংস্থার সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়বে৷ ফলে তাদের লাভের হারও কমে যেতে পারে৷

The post নোট বাতিলের জেরেই কমতে পারে আর্থিক বৃদ্ধি, আশঙ্কায় SBI appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement