সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক কোন্দল অব্যাহত৷ প্রাথমিকভাবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই সিদ্ধান্তের প্রশংসাই করেছিলেন৷ যদিও বৃহস্পতিবার একটু যেন সুর বদলালেন৷ নোট বাতিলে দেশের অর্থনীতি সাময়িক থমকে যেতে পারে বলেই জানালেন তিনি৷
নোট বাতিল নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তাবড় অর্থনীতিবিদরা৷ সকলেরই মত, এর ফলে দেশের অর্থনীতির তেমন কোনও উন্নতি হবে না৷ তাঁদের মতামত হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধীরা৷ রাষ্ট্রপতি অবশ্য প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছিলেন৷ তবে তার ফলে দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়তে পারে তা এদিন অস্বীকার করলেন না৷ ইতিমধ্যে নোট বাতিলের পর পেরিয়ে গিয়েছে পঞ্চাশ দিন৷ কালো টাকা উদ্ধার থেকে শুরু করে নানা ইস্যুতে এখনও বিরোধীরা আক্রমণ শানাচ্ছে কেন্দ্রকে৷ এই প্রেক্ষিতেই রাষ্ট্রপতির মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এদিন তিনি বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত দেশে কালো টাকার রমরমা রুখবে এবং দুর্নীতি দমন করতে সাহায্য করবে৷ কিন্তু এর ফলে সাময়িক সময়ের জন্য হলেও দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে৷” অন্যান্য অর্থনীতিবিদরা যে সম্ভাবনার কথা বলছিলেন, রাষ্ট্রপতির কথাও যেন তাতেই সিলমোহর দিল৷ তবে এই সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী লাভ হবে সে কথাও উল্লেখ করতে ভোলেননি তিনি৷ তাঁর বার্তা, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি রুখতে সকলকে সচেষ্ট হতে হবে৷ গরীব মানুষের স্বার্থের কথাও মাথায় রাখতে হবে৷ দীর্ঘমেয়াদী লাভের জন্য এই ভোগান্তি বলেও মত রাষ্ট্রপতির৷
পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষেও এদিন সওয়াল করেন তিনি৷ জানান, কখনও কখনও ক্ষুদ্র স্বার্থের কারণে সম্প্রীতিকেও পরীক্ষার মুখে পড়তে হয়৷ কিন্তু সে সবের উর্ধ্বে উঠে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সদ্ভাব বজায় রাখার পক্ষেই জোর দেন তিনি৷
The post নোট বাতিলে সাময়িক থমকাতে পারে অর্থনীতি, মত রাষ্ট্রপতির appeared first on Sangbad Pratidin.