shono
Advertisement

মর্মান্তিক! প্রসবের পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর

মশাবাহিত রোগে আক্রান্ত নবজাতকও। The post মর্মান্তিক! প্রসবের পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:54 PM Nov 12, 2018Updated: 04:54 PM Nov 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসবের পরই ডেঙ্গু সংক্রমণ। শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন বছর সাতাশের এক গৃহবধূ। মশাবাহিত রোগের শিকার তাঁর সদ্যোজাত সন্তানও। হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

[ SRFTI ক্যাম্পাসে ভিন রাজ্যের ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত দুই পড়ুয়া]

হাওড়ার বালির বাসিন্দা প্রিয়াঙ্কা জয়সওয়াল। দিন কুড়ি আগে প্রসব যন্ত্রণা নিয়ে কলকাতার একটি নার্সিংহোমে ভরতি হয়েছিলেন। পরিবারের লোকেরা জানিয়েছেন, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা। তখন কোনও সমস্যা হয়নি। কিন্তু বাড়ি ফেরার কয়েকদিন পর ফের অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ ও তাঁর সদ্যোজাত সন্তান। অসুস্থতা এতটাই বাড়ে যে, দু’জনকেই ফের নার্সিংহোমে ভরতি করতে হয়। চিকিৎসকরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত প্রিয়াঙ্কা ও তাঁর সন্তান। ওই নার্সিংহোমেই চিকিৎসা চলছিল দু’জনের। শারীরিক অবস্থার অবনতি হওয়ার প্রিয়াঙ্কাকে রাখা হয়েছিল আইসিইউ-তে। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। শনিবার রাতে মারা যান প্রিয়াঙ্কা জয়সওয়াল। তার সন্তান এখনও হাসপাতালে ভরতি। তার শারীরিক অবস্থাও রীতিমতো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এমন বিপর্যয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না মৃতের পরিবারের লোকেরা। শোকে কার্যত বাকরুদ্ধ তাঁরা।

পুজোর আগে ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল শহরে। কিন্তু পুজোর পর থেকে শীতের ছোঁয়া লেগেছে বাতাসে। আর এখন তো রাতে দিকে বেশ ঠাণ্ডা। সাধারণভাবে শীত পড়লে মশার উপদ্রব কমে। কিন্তু ডেঙ্গুর আতঙ্ক পিছু ছাড়ছে না শহরবাসীর। উলটে শীতের মুখে যাদবপুরে মাত্র তিনদিনে জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দু’জন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

[রোগী মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র পিয়ারলেস, ভাঙচুর হাসপাতালে]

The post মর্মান্তিক! প্রসবের পর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু গৃহবধূর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement