সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতখরচের টাকা না দেওয়ায় বাবাকে চরম ‘শাস্তি’ ছেলের। মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের (Madhdya Pradesh) ইনদওরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ছেলে যে সামান্য টাকার জন্য বাবাকে হত্যা করতে পারে, তা ভাবতেই পারছেন না স্থানীয়রা।
পুলিশ সূত্রে সোমবার এই ঘটনা প্রকাশ্যে এসেছে। যদিও হত্যাকাণ্ড ঘটে বেশ কয়েক দিন আগে। গত ১৫ জুন রাতে ইনদওরের দেপালপুর এলাকার একটি নির্জন জায়গায় দেহ উদ্ধার হয় বছর পঞ্চাশের বাবু চৌধুরীর। বাবুর ছেলের নাম সোহান। ১৫ জুন রাতে বাবুর কাছে ছেলে সোহান ২ হাজার টাকা হাতখরচ চায়। যা দিতে অস্বীকার করেন প্রৌঢ়। অভিযোগ, এরপরেই মেজাজ হারিয়ে বাবার মাথায় ভারী পাথর দিয়ে আগাত করেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবুর।
[আরও পড়ুন: নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন, ‘চিনা প্রাচীর’ ভেঙে ভারতের হয়ে দরবার UNGA সভাপতির]
ওইদিন রাতেই এলাকায় রাস্তার পাশে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুত্র সোহানকে ঘিরে সন্দেহ হয় তদন্তকারীদের। যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জেরায় বাবাকে খুনের কথা স্বীকার করেছে ছেলে। এসপি হিতিকা ভাসাল বলেন, “২ হাজার টাকার জন্য বাবাকে খুন করেছেন যুবক। তিনি মাদকাসক্ত। বাড়িতেই থাকতেন। মাঝেমাঝে চাষের কাজে বাবাকে সাহায্য করতেন। পরবর্তী তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।”