shono
Advertisement

Breaking News

এখনই নয় কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ

ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ মেলার সম্ভাবনা রইল না... The post এখনই নয় কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:11 PM Dec 07, 2016Updated: 05:45 PM Dec 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর সকলকে চমকে দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ বুধবার, আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেপো রেট ৬.২৫ শতাংশই থাকছে৷

Advertisement

প্রসঙ্গত, আরবিআই যে সুদের হারে ব্যাঙ্কগুলিকে ধার দেয়, তাকে বলে রেপো রেট৷ বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, নোট বাতিলের পর এই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট (১০০ বেসিস পয়েন্ট=১ শতাংশ) থেকে ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আজ এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, “ভারত এখন যে পথে এগোচ্ছে, স্পষ্টত ভবিষ্যতে দেশের জিডিপি বাড়বে, অর্থনীতি আরও স্বচ্ছ হবে৷” তিনি আরও জানিয়েছেন, নোট বাতিলের ফলে ব্যাঙ্কিং সিস্টেমে আরও বেশি টাকা ঢুকছে৷ দেশের আর্থিক অবস্থার উন্নতিতে ব্যাঙ্কের ক্ষমতা আরও বাড়াতে হবে৷

রেপো রেট কমলে ব্যাঙ্কগুলির খরচ কমত৷ যার ফলে ব্যাঙ্ক থেকে কম সুদে ঋণ মিলত, এ কথা সহজেই অনুমেয়৷ আরবিআইয়ের ঘোষণার পরেই নিম্নমুখী সেনসেক্স। ১৫৫ পয়েন্ট পড়ল শেয়ার সূচক।

The post এখনই নয় কম সুদের হারে ব্যাঙ্ক ঋণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement