shono
Advertisement

আলোচনার মাঝেই ফের ভারতের জমি দখলের চেষ্টা চিনের, রুখল ভারতীয় সেনা

বিবৃতি জারি করে দাবি বিদেশ মন্ত্রকের। The post আলোচনার মাঝেই ফের ভারতের জমি দখলের চেষ্টা চিনের, রুখল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:32 PM Sep 01, 2020Updated: 08:39 PM Sep 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটল ডেস্ক: ফের চিনা আগ্রাসন। সোমবার আলোচনার মাঝেই প্যাংগং (Pangong Tso) হ্রদের দক্ষিণ প্রান্ত দিয়ে চিনের ফৌজ (PLA) ভারতের জমি দখল করার চেষ্টা করে। তবে ভারতীয় সেনা (Indian Army) সেই চেষ্টা রুখে দেয়। মঙ্গলবার বিবৃতি জারি করে এ কথা জানাল বিদেশ মন্ত্রক (MEA)।

Advertisement

গত সপ্তাহেই লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ প্রান্ত দিয়ে চিনের (China) ফৌজ ভারতীয় জমি দখলের চেষ্টা চালিয়েছিল। তখনও ভারতীয় সেনা সেই চেষ্টা প্রতিহত করেছিল। লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য দুপক্ষের মধ্যে সোমবারই আলোচনা চলছিল। তারপরেও একই এলাকায় ফের চিনের সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। তবে তা সফল হয়নি। 

[আরও পড়ুন : ভারতীয় বাহিনীর দখলে প্যাংগং হ্রদ সংলগ্ন পাহাড়ি এলাকা, পিছু হঠেছে লালফৌজ]

প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষ হয়। সেখানে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান। চিনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আসেনি। এরপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা কমাতে ভারত-চিনের মধ্যে সেনা ও প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। দুপক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC)  স্থিতাবস্থা বজায় রাখতে রাজিও হয়েছিল। কিন্তু এর মাঝেই পূর্ব লাদাখ সীমান্তে চিন (China) ক্রমাগত সামরিক নির্মাণ ও সেনা মোতায়েন করছে বলে বারবার খবর মিলেছে। এমন পরিস্থিতিতে ২৯ ও ৩০ আগস্ট রাতে ভারতের মাটি দখলের চেষ্টা চালায় লালফৌজ। সেই রেশ কাটতে না কাটতে ফের সোমবার চিনা আগ্রাসনের সাক্ষী রইল লাদাখ সীমান্ত।

[আরও পড়ুন : লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা চিনের দখলে! গোয়েন্দা রিপোর্টে উদ্বেগ]

The post আলোচনার মাঝেই ফের ভারতের জমি দখলের চেষ্টা চিনের, রুখল ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement