সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিঙ্গাদের মতো অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে দেশে থেকে তাঁদের বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। দেশের নিরাপত্তাব্যবস্থার প্রতি ওই অভিবাসীরা ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে কেন্দ্র। অবৈধ অভিবাসীদের এ দেশে থেকে বিতাড়িত করতে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের নির্দেশ, এর জন্য প্রয়োজনে টাস্ক ফোর্স গঠন করুক সংশ্লিষ্ট রাজ্য।
[চিনা দ্রব্য আমদানিতে বাড়তি কর, ডোকলাম ইস্যুতে কঠোর ভারত]
গত ৮ আগস্ট পাঠানো হয়েছে ওই চিঠি। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘ওই অবৈধ অভিবাসীদের জন্য বৈধ নাগরিকরা যোগ্য পরিষেবা পান না। শুধু তাই নয়, তাঁরা ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্যও বিপজ্জনক।’ কেন্দ্রের চিঠিতে আরও বলা হয়েছে, ‘অভিবাসীদের একটা বড় অংশই জঙ্গিদের দলে নাম লেখানোয় গত কয়েক বছরে ভারতে জঙ্গি নাশকতা বেড়ে গিয়েছে ব্যপক হারে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু গত সপ্তাহে সংসদে এক বিবৃতি পেশ করে বলেন, ‘ভারতে এই মুহূর্তে অন্তত ১৪ হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম অবৈধভাবে রয়েছেন।’
মায়ানমারের রাখাইন থেকে এ দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অনুপ্রবেশ গত কয়েক বছরের ব্যাপক হারে বেড়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, ‘প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের জন্য কিছু মানুষ অসাধু উপায়ে ভারতে ঢুকে এ দেশেই যান। পরে দেখা যায়, তাঁরা এ দেশের নিরাপত্তার জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠছেন।’ বস্তুত, ইন্ডিয়ান মুজাহিদিন বা লস্করের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগের অভিযোগ দীর্ঘদিনের। মায়ানমারে রোহিঙ্গা নিধনের প্রতিশোধ নিতে ২০১৩-য় বুদ্ধ গয়ার মহাবোধি মন্দিরে বিস্ফোরণ ঘটায় মুজাহিদিন।
[OMG! এক মাসের বিদ্যুতের বিল এল ৩৮০০ কোটির!]
The post অবৈধ অভিবাসীদের ভারত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.