সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে সিনেমা, আরেকদিকে রাজনীতি। লোকসভা ভোটের আসরে ‘টক অফ দ্য টাউন’ দেব (Dev)। নির্বাচনী ময়দানে তিনি যেমন আত্মবিশ্বাসী, তেমনই সিনে ময়দানেও পর পর ছক্কা হাঁকাচ্ছেন অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিক। দেবের সিনেমা মানেই বক্স অফিসে ‘ব্লকবাস্টার’ ব্যবসা। অভিনেতা হিসেবে যেমন কোনও চ্যালেঞ্জ নিতে পিছপা হন না, তেমনই রাজনীতির ময়দানেও তাঁর উজ্জ্বল উপস্থিতি। বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য দিনভার ঘাটালে প্রচার চালাচ্ছেন। তার ফাঁকেই শনিবার ‘প্রধান’ (Pradhan) সিনেমার সেঞ্চুরি সেলিব্রশনে হাজির টলিউড সুপারস্টার।
ফিল্ম ইন্ডাস্ট্রিতে আঠেরো বছর পার করে ফেলেছেন দেব। ইন্ডাস্ট্রির ‘এলিট’দের মধ্যেও কম চর্চা ছিল না দেবকে নিয়ে। তবে মাত্র দেড় দশকেই টলিউডের সবথেকে বাণিজ্যিক সফল অভিনেতার তকমা গিয়েছে তাঁর কাছে। অন্যদিকে তিনি দু’বারের তৃণমূল সাংসদ। এবারেও ঘাটালে ভোটবাক্স ভারী করতে ঘাসফুল শিবিরের তুরুপের তাস তিনি। তাই বেশিরভাগ সময়টা সেখানেই কাটাচ্ছেন। প্রচারের ফাঁকে কখনও দলীয় কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলছেন, কখনও বা চলছে তাঁর ‘চায়ে পে চর্চা’, আবার মাটিতে বসে সকলের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজও সারছেন। সেখানে দেব যেন টলিউড সুপারস্টার নন, ঘাটালের ঘরের ছেলে। প্রচার, দলীয় নানা কর্মসূচী এসবের মাঝেই শনিবার রাতে দেব পৌঁছে গিয়েছিলেন তাঁর ‘প্রধান’ সিনেমার ১০০ দিন উদযাপনে।
গতবছর ডিসেম্বরে বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘প্রধান’। গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এক রগরগে গল্প দেখিয়েছেন অভিনেতা। এই সিনেমায় তিনি পুলিশ অফিসার। মেরুদণ্ড সোজা রেখে যে পচন ধরে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সদ্য ‘প্রধান’ প্রেক্ষাগৃহে একশো দিন পার করেছে। শনিবার রাতে গোটা টিম নিয়ে তারই উদযাপন করতে দেখা গেল তৃণমূলের সুপারস্টার প্রার্থীকে। হাজির ছিলেন মমতা শঙ্কর, সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাইও। পরনে কালারফুল শার্ট-জিন্স।
প্রচারের ক্লান্তি সরিয়ে হাসিমুখে সকলের সঙ্গে হাতে হাত রেখে কেক কাটতে দেখা গেল দেবকে। বেঙ্গল বক্স অফিস বলছে, ১৩ সপ্তাহে মোট ১ কোটি ৮২ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। আর সুপারস্টার দেবের মন্তব্য, “আবারও একটা সেঞ্চুরি। ধন্যবাদ আমার দর্শকদের। আমি গর্বিত।” এর আগে তাঁর ‘প্রজাপতি’ সিনেমাটিও একশো দিন পার করেছিল।
[আরও পড়ুন: ওপার বাংলায় ভারতীয় পণ্য বর্জনের ডাক, এপারে ফিল্মফেয়ারে ঐতিহ্যবাহী জামদানিতে জয়া]
অভিনেতা হিসেবে বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন দেব। ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করা নিয়ে ঠাট্টা-টিটকিরি শুনলেও চোয়াল শক্ত করে চ্যালেঞ্জ নিয়েছিলেন টলিউড সুপারস্টার। যে কোনও চরিত্র আত্মস্থ করতেও কোনওরকম কসরত বাকি রাখেন না তিনি। বর্তমানে পর্দার মতো প্রচারের মাঠেও আট থেকে আশির মন জয় করে চলছেন অভিনেতা দেব।