সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের বাদল অধিবেশন শুরুর পর থেকে উত্তপ্ত লোকসভা এবং রাজ্য সভা। মণিপুর ইস্যুতে যেখানে মোদি সরকারের বিরোধীতার সুর চড়িয়েছে বিরোধীরা, তেমনই রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে ধমক খেয়েছেন রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। সাসপেন্ড করা হয়েছে আপ সাংসদ সঞ্জয় সিংকেও। এমন পরিস্থিতিতে একেবারে অন্যরকম ছবিও দেখা গেল রাজনৈতিক আঙিনায়। জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে চা খেলেন তৃণমূল সাংসদ দেব! জমে উঠল আড্ডাও।
জানা গিয়েছে, সোমবার সাংসদ-অভিনেতা দেবকে ডেকে পাঠিয়েছিলেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনকড় (Jagdeep Dhankhar)। সেই মতো দু’জনের সাক্ষাৎ হয়। একসঙ্গে চায়ে চুমুক দিয়ে গল্পও করেন তাঁরা। নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই সাক্ষাতের ছবি পোস্টও করেন ঘাটালের তৃণমূল সাংসদ। দেব লিখেছেন, “ওঁর সঙ্গে দেখা করলে সব সময়ই আনন্দ হয়।” তবে ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে, সে বিষয়ে কোনও উল্লেখ করেননি দেব ওরফে দীপক অধিকারী।
[আরও পড়ুন: INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
বাংলায় রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকড়ের সঙ্গে সংঘাত চরমে পৌঁছেছিল সরকারের। নানা ইস্যুতে তৃণমূল সরকারের সঙ্গে ধনকড়ের মতোবিরোধে সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। ধনকড়কে বারবার ‘বিজেপির প্রতিনিধি’ বলেই সম্বোধন করেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। বর্তমানে ধনকড় দেশের উপ রাষ্ট্রপতি। সেই ধনকড়ের সঙ্গে তৃণমূল সাংসদ দেবের সাক্ষাৎকারকে আবার রাজনৈতিক ভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে চিরকালই সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব। বিরোধীদের সরাসরি আক্রমণে না গিয়ে সাংসদ হিসেবে নিজের কাজকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। ভোটের ময়দান হোক কিংবা সংসদ, প্রত্যেকের সঙ্গেই সৌজন্য বজায় রাখতে দেখা যায় দেবকে। যদিও দেবের ‘ধনকড় সাক্ষাৎ’ নিয়ে তৃণমূল কী প্রতিক্রিয়া দেন, সেটাই এখন বড় প্রশ্ন।