সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরশা দাশগুপ্তর ‘দুর্গরহস্য’ ছবির সুবাদে ব্য়োমকেশ অবতারে দেবকে দেখে ফেলেছেন তাঁর ভক্তরা। ‘ব্য়োমকেশে’র লুকে প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন দেব। তবে এবার এক ভক্তের কাছ দেখে এমন এক উপহার পেলেন অভিনেতা, যা দেখে হতবাক!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন দেব। যা কিনা দেবের এক ভক্তের তৈরি। সেই ভিডিওতে দেখা গেল দেবকে নকল করে ব্যোমকেশ সেজেছেন এক ভক্ত। টুইটারে সেই ভক্তের নাম দেবটিক। এই ভক্ত একেবারেই দেবের মতো করে ধুতি, পাঞ্জাবি, কোট পরলেন। দেবের কায়দায় চোখে পরলেন চশমা। ভক্তর সেই ভিডিও শেয়ার করে দেব লিখলেন, ‘খুব ভাল হয়েছে।’
[আরও পড়ুন: ‘রকি রানি’র ট্রেলারে রবি ঠাকুরকে অসম্মান! করণ জোহরকে তুলোধোনা ‘বঙ্গ’ নেটপাড়ার]
রুপোলি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনও উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনও যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম। টুইটেই চমকে দেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবসময় আপনাদের আশীর্বাদ কাম্য।